Railway Ticket Booking System: ওয়েটিংয়ে থাকা টিকিটও হয়ে যাবে কনফার্ম! রেলের এই নিয়ম জানলেই কেল্লাফতে

Know the special benefits of Railway’s Ticket Booking System to confirm waiting tickets: পুজোর মরশুমে এমনিতেই মন ঘুরুঘুরু করে, তাইতো ভ্রমণ প্রেমীরা এইসময় ঘরে থাকতে চায় না। তাই তো অজানাকে জানতে, নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে মন আনচান করতে থাকে। কখনো পাহাড়ের কোলে হারিয়ে যেতে চায়, আবার কখনো যেতে চায় নীল সমুদ্রের উদ্দেশ্যে। কিন্তু ভারত ১৪০ কোটির দেশ, সারা বছর জুড়েই রেলের টিকিটের চাপ থাকে। আর এই উৎসবের সময় তো চাপ আরও বেশি থাকে, তাই টিকিট কনফার্ম হওয়া একেবারে অসম্ভব হয়ে পড়ে। কিন্তু একটি সহজ উপায় আপনি সহজেই আপনার ওয়েটিং এ থাকা টিকিট কনফার্ম করতে পারবেন (Railway Ticket Booking System)।

আজকের প্রতিবেদনে সেই সহজ উপায় সম্পর্কে আপনি জানতে পারবেন। ওয়েটিং এ থাকা টিকিট কনফার্ম হবে (Railway Ticket Booking System) এইচও কোটা বা হাই অফিসিয়াল কোটার দ্বারা। এই কোটা পেতে গেলে কিছু শর্ত অবশ্যই আপনাকে পালন করতে হবে। যদিও এইচও কোটা রেলের কর্মকর্তা, ভিআইপি এবং আমলাদের জন্য, কিন্তু সাধারণ যাত্রীরা এই সুবিধা বিশেষ ক্ষেত্রে পেতে পারেন।

আপনি যখন টিকিট বুক করবেন তখন কিন্তু এই কোটার কথা উল্লেখ করা হয় না৷ সাধারণ কোটাতেই বুকিং হয় তবে ওয়েটিংয়ে থাকা টিকিটগুলিতে HO কোটা প্রয়োগ করা যেতে পারে। কিছু কিছু আসন আছে যা HO কোটার অধীনে সংরক্ষিত৷ আপনি যদি এইটচও কোটায় আবেদন করেন তাহলে টিকিট খুব দ্রুত নিশ্চিত হয়ে যায়(Railway Ticket Booking System)।

কিন্তু আপনি যদি এই বিশেষ কোটা পেতে চান তাহলে কিছু শর্ত যাত্রীকে অবশ্যই পালন করবেন। এই সুবিধা পেতে লিখিতভাবে এটা জানাতে হবে যে যাত্রী যাত্রা সম্পূর্ণ করবেন৷ আপনি যদি HO কোটার জন্য আবেদন করেন তাহলে যাত্রীকে যাত্রা শুরুর দিনের একদিন আগে জরুরী পরিস্থিতি প্রমাণ করার সমস্ত নথি-সহ চিফ রিজার্ভেশন সুপারভাইজারের কাছে একটি আবেদন (জরুরি কোটা (EQ) ফর্ম) জমা দিতে হবে। এতে আপনার টিকিট সহজেই কনফার্ম হয়ে যাবে(Railway Ticket Booking System)।

এরপর আবেদন পত্রটিকে একজন গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর করাতে হবে। আবেদন পাওয়ার পর সেই আবেদন পত্রের সমস্ত তথ্য বিভাগীয়/জোনাল অফিসে পাঠানো হয় এবং তারপর অনুমোদনের পর আপনার টিকিট একেবারে নিশ্চিত করা হয়।