Know the symptoms of Cervical Cancer, Vaccination and prevention methods: মারণ রোগ ক্যান্সার প্রাণ করলো পুনম পাণ্ডের। ২০১৩ সালে নাশা দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও করেছেন বহু কাজ। তবে অল্প বয়সেই মৃত্যুর করাল গ্রাস প্রাণ কারলো তার। সার্ভাইক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। বর্তমানে এই সার্ভাইক্যাল ক্যান্সার আক্রান্ত হয়ে ভ্যাকসিনের অভাবে (Cervical Cancer Vaccination) মৃত্যুর মুখে ঢলে পড়ছেন বহু মহিলা। বর্তমানে ভারতে ১৫ বছর ও তার বেশি বয়সি প্রায় ৫১১.৪ মিলিয়ন মহিলা সার্ভাইক্যাল ক্যান্সারের ঝুঁকির মধ্যে রয়েছেন। এরই মধ্যে খবর পাওয়া গেলো পুনম পাণ্ডের। স্বাভাবিক ভাবেই তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছেন বহু তারকা।
সার্ভাইক্যাল ক্যান্সার আসলে মহিলাদের জরায়ুর মুখের ক্যান্সার। এই ক্যান্সারের প্রধান কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV। HPV মূলত মোট ২০০ টি ভাইরাসের সংমিশ্রন। মূলত যৌন সম্পর্কের মাধ্যমে HPV সংক্রমিত হয়। WHO এর মতে HPV সংক্রমণ মানেই ক্যান্সার নয়। শরীরে সাধারণ কোন সংক্রমণ হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারা সেটা প্রতিরোধ করা যায়। চিকিৎসকদের মতে ভ্যাকসিনের (Cervical Cancer Vaccination) মাধ্যমেই এই সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধ করা যায়। তবে এই ক্যান্সার প্রতিরোধ করতে আগে থেকেই লক্ষণ গুলি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করা উচিত।
সার্ভাইক্যাল ক্যান্সার শরীরের মধ্যে বাসা বাঁধলে এর উপসর্গ প্রাথমিক ভাবে বোঝা যায় না। এই রোগ সারা শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়লে তবেই এর উপসর্গ দেখা দেয়। সার্ভাইক্যাল ক্যান্সারের সাধারণ উপসর্গ গুলি হল মহিলাদের যোনি থেকে রক্তপাত, মেনোপজর পরও রক্তপাত, যোনি থেকে দুর্গন্ধ যুক্ত স্রাব নিঃসরণ, তলপেটে অসহ্য যন্ত্রণা এবং সহবাসের পর যন্ত্রণা। চিকিৎসা বিশেষজ্ঞদের মত অনুসারে এই ক্যান্সার প্রথম ধাপে ধরা পড়লে সেটি নিরাময় করা সম্ভব। সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধের অন্যতম উপায় হল ভ্যাকসিনেশন (Cervical Cancer Vaccination)। আন্তর্জাতিক ভ্যাকসিনেশন নিয়ম অনুসারে ৯ বছর থেকে ২৬ বছর বয়সি মেয়েদের ভ্যাকসিনের ২-৩ টি ডোজ দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন ? Black Sesame: ক্যানসার থেকে ব্লাড প্রেসার, ছুঁতে পারবে না আপনাকে! যদি সেবন করেন এই তিল
আমাদের ভারতবর্ষে ও এই সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ সচেতনতা লক্ষ্য করা যায়। সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধের জন্য ২০২৩ সালের জানুয়ারিতে ভারতের প্রথম দেশি HPV ভ্যাকসিন বাজারে আসে। পুনের সিরাম ইনস্টিটিউ অফ ইন্ডিয়া এই ভ্যাকসিন তৈরি করেছে। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘোষণা করার সময় দেশের মহিলাদের স্বাস্থ্যের জন্যও বড় ঘোষণা করেছেন। বাজেটের বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন দেশের ৯ বছর থেকে ১৪ বছর বয়সি মেয়েদের সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা (Cervical Cancer Vaccination) দেওয়ার উপর জোর দেবে ভারতীয় কেন্দ্রীয় সরকার।
বর্তমানে আমাদের ভারতবর্ষে সিরাম ইনস্টিটিউটের তৈরি করা এই ক্যান্সারের ভ্যাকসিনের দাম আন্তর্জাতিক বাজারের থেকে অনেক কম। ২০০-৪০০ টাকার মধ্যে ভারতের বাজারে পাওয়া যেতে পারে এই ভ্যাকসিন। হু এর পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে আমাদের ভারতবর্ষে সার্ভাইক্যাল ক্যান্সারের পরীক্ষা করিয়েছেন এমন মহিলার হার কেবল তামিলনাড়তে ৭%। কেরল, মহারাষ্ট্র সহ আরো কয়েকটি রাজ্যে ১% এবং অন্য রাজ্য গুলিতে ১% এর ও কম। বাজেট অনুসারে এবার কেন্দ্রের তরফে সার্ভাইক্যাল ক্যান্সার ভ্যাকসিনেশনের উপর জোর দেওয়া হলে এই রোগের প্রতিরোধ ব্যবস্থাকে ভারতে আরও শক্তিশালী করে তোলা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।