Advertisements

কীভাবে ৩ রাজ্যে কামাল করল বিজেপি! পিছনে রয়েছে এই ৫ কারণ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিজেপির বিরুদ্ধে যেখানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে লড়াইয়ে নামতে শুরু করেছে, সেই জায়গাতেও ৩ রাজ্যে কামাল করে দেখালো বিজেপি (BJP)। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে তিন রাজ্যে সফলতা এসেছে তার মধ্যে আবার দুটি রাজ্য কংগ্রেসের (Congress) থেকে ছিনিয়ে নিয়েছে তারা। এই কংগ্রেসই আবার I.N.D.I.A. জোটের অন্যতম মুখ। বিজেপির এমন সাফল্যের পিছনে ৫টি কারণ রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisements

১) তিন রাজ্যে এমন জয়জয়কারের পিছনে সবচেয়ে বড় যে কারণ রয়েছে সেটি মোদি ম্যাজিক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তাদের দাবি অনুযায়ী, এখনো মানুষ মোদির প্রতিশ্রুতিতে আশ্বস্ত হন জনতা। এখনো মোদির উপর থেকে আস্থা হারিয়ে যায়নি সাধারণ মানুষদের। কর্নাটকে পরাজয়ের পর মোদী ম্যাজিক থেকে হওয়ার যে তকমা লেগেছিল তা যেন এবারের তিন রাজ্যে বিজেপির জয়জয়কার এক নিমেষে মুছে ফেলল।

Advertisements

২) মহিলাদের বিশ্বাস অর্জন করা মোদির এইভাবে তিন রাজ্যে ম্যাজিক দেখানোর পিছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। মহিলাদের মন পাওয়ার জন্য অবশ্যই খয়রাতির রাজনীতিকেই হাতিয়ার করেছিল বিজেপি। ভোটের আগে মহিলাদের জন্য নানান ধরনের প্রকল্প চালু করার যে আশ্বাস দেওয়া হয়েছে তাতেই আরও বেশি মহিলারা বিজেপির দিকে ঝুঁকেছেন। এমনিতেও মহিলাদের বিজেপির প্রতি আলাদা বিশ্বাস রয়েছে।

Advertisements

৩) তিন রাজ্যে এমন বড় জয়ের জন্য সবচেয়ে বড় কারণ হিসাবে বিজেপির শক্তিশালী সংগঠনকেই তুলে ধরা হচ্ছে। মুখ্যমন্ত্রী কে হবেন, কার হাতে থাকবে সংগঠনের রাশ, ইত্যাদি নিয়ে নিজেদের মধ্যে দড়ি টানাটানি থাকলেও কখনোই বিজেপি নেতাকর্মীরা কখনোই নিজেদের লক্ষ্য থেকে দূরে সরে যান। তারা সবসময় নিজেদের লক্ষ্য অর্থাৎ কংগ্রেসকে দূরে সরিয়ে ক্ষমতায় ফেরা অথবা নিজেদের ক্ষমতা বজায় রাখার লক্ষ্যেই এগিয়ে গিয়েছেন।

৪) বিজেপি এইভাবে জয় ছিনিয়ে নেওয়ার পিছনে আরও একটি বড় কারণ রয়েছে সেটি হল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। রাজস্থানে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব তাদের ভোগাবে এমনটা বহু মাস আগে থেকেই মোটামুটি ভাবে টের পাওয়া গিয়েছিল। ভোটের ফলাফল প্রকাশ হতে সেটাই লক্ষ্য করা যায়। রাজস্থানে যেমন শচীন পাইলটের মত কংগ্রেস নেতা একসময় কংগ্রেস ছাড়া আর একপ্রকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন, ঠিক সেই রকমই ছত্তিশগড়েও কিন্তু কংগ্রেসের অন্তর্দন্দ বেশ ভালই বজায় ছিল। সেখানে টিএস সি দেওরের সঙ্গে অন্তর্দন্দকে বিজেপি ভালোভাবেই কাজে লাগিয়ে নিয়েছে। এছাড়াও বঘেল এক প্রকার ধরেই নিয়েছিলেন তিনি ক্ষমতায় ফিরছেন।

৫) বিজেপির এইভাবে বাজিমাত করার পিছনে আরও একটি বড় কারণ হলো হিন্দুত্ব। উত্তর ভারতের বহু জায়গায় হিন্দুত্ববাদ থেকেই বিজেপি এমন জনপ্রিয়তা অর্জন করেছে। আবার বিরোধীদের তরফ থেকে বিশেষ করে উদয়নিধি স্ট্যালিন যেভাবে সনাতন ধর্মকে আক্রমণ করেন, তা বড় অংশের হিন্দুত্ববাদী মানুষকে বিজেপির দিকে ঠেলে।

Advertisements