গুচ্ছেক ট্রেন বাতিলের মাঝেও রয়েছে উত্তরবঙ্গ পৌঁছানোর উপায়! কীভাবে চলুন দেখে নেওয়া যাক

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসে অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন জায়গা ঘুরতে যান। বিশেষ করে এই মরশুমে দার্জিলিংয়ের (Darjeeling) মত পর্যটন কেন্দ্র ঘুরতে যাওয়ার হিড়িক সবচেয়ে বেশি পড়ে। কিন্তু আচমকা উত্তরবঙ্গগামী গুচ্ছেক ট্রেন বাতিল করে দেওয়ার কারণে অনেক পর্যটক সমস্যায় পড়েছেন। আগাম প্ল্যান করে রাখলেও শেষ মুহূর্তে এসে তাদের সেই প্ল্যান বাতিল করতে হচ্ছে।

বীরভূমের রামপুরহাটের চাতরা থেকে মুরারই পর্যন্ত তৃতীয় লাইনের কাজ চলার কারণে মোট ২৪ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। ৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই সকল ট্রেন বাতিল থাকবে। ২৪ জোড়া ট্রেনের মধ্যে ১৯ জোড়া পূর্ব রেলের এবং ৫ জোড়া অন্য জোনের। এই বিপুলসংখ্যক ট্রেন বাতিল করার কারণে স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে কিভাবে উত্তরবঙ্গ পৌঁছাবেন। উত্তরবঙ্গগামী গুচ্ছেক ট্রেন বাতিল হলেও নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি পৌঁছানোর ক্ষেত্রে অন্য উপায় রয়েছে। বাসের পাশাপাশি অন্য একাধিক ট্রেনে পৌঁছানো যেতে পারে নিউ জলপাইগুড়ি।

কেননা রেলের তরফ থেকে এখন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ৬ দিনের পরিবর্তে ৭ দিন চালানো হচ্ছে। প্রতি বুধবার যেখানে বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ থাকতো সেই জায়গায় তা ৩১ জানুয়ারি পর্যন্ত চালানো হবে। এছাড়াও অন্যান্য দিনেও কোনরকম রুট পরিবর্তন না করে যথারীতি চলবে এই ট্রেনটি। পাশাপাশি রুট পরিবর্তন না করে চলবে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (Shatabdi Express)।

আরও পড়ুন টিকিট বুকিং করেও শান্তি নেই! ১৩ দিন বাতিল উত্তরবঙ্গগামী সহ এই ১০ জোড়া ট্রেন

এই দুটি ট্রেন অত্যন্ত ব্যয়বহুল। ফলে অনেকের পক্ষেই এই দুটি ট্রেনে যাতায়াত করা সম্ভব হবে না। তবে এরপরেও আরও বিকল্প ব্যবস্থা রেখেছে রেল। যেমন হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস সহ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা-মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস, কলকাতা-জববানি এক্সপ্রেস, শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, কলকাতা-সিলঘাট কাজিরাঙ্গা এক্সপ্রেস ইত্যাদি ট্রেনগুলি রুট পরিবর্তন করে চালানো হবে। পাশাপাশি রুট পরিবর্তন করে কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালানো হবে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত।

এইসব ট্রেনে চড়েও নিউ জলপাইগুড়ি যাওয়া যেতে পারে। কোন কোন ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের স্টেশন পরিবর্তন করতে হবে। কোন কোন ট্রেনে সরাসরি নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছানো যাবে। এছাড়াও একসঙ্গে এতগুলি ট্রেন বাতিল হওয়ার পর কলকাতা এবং অন্যান্য জায়গা থেকেও সরাসরি শিলিগুড়ি পৌঁছানোর জন্য বাড়তি বাস চালানো হবে।