উথলে পড়ছে লক্ষ্মীর ভাণ্ডার! অরিজিৎ-এর রোজগার শুনলে লজ্জা পাবেন টলি-বলি হিরো-হিরোইনরা!

নিজস্ব প্রতিবেদন : একেবারে সাদামাটা জীবন-যাপন করলেও তার রোজগার কিন্তু কম নয়। প্রতিমাসে তিনি যে টাকা রোজগার করে থাকেন সেই টাকা রোজগার করতে টলি-বলি হিরো হিরোইনদের রীতিমতো কালঘাম ফেলতে হয়। তারপরেও অনেকেই রয়েছেন যারা ধারে কাছে আসতে পারেন না। কার কথা বলা হচ্ছে আশা করি টের পাচ্ছেন, তিনি আর কেউ না, তিনি হলেন বাংলার অরিজিৎ সিং (Arijit Singh)।

টলি-বলি হিরো হিরোইন থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্যান্য গায়ক গায়িকাদের তুলনায় অনেক বেশি রোজগার করে থাকেন অরিজিৎ। তবে তিনি অনেক বেশি রোজগার করে থাকলেও কখনো টাকা পয়সার অহংকার দেখান না। তিনি সবসময় সাধারণ ভাবেই জীবন যাপন করে থাকেন আর পাঁচটা মানুষের মত। এমনকি আপনিও জানলে অবাক হবেন, অরিজিৎ সিংই এখন দেশের ধনী গায়কদের তালিকায় রয়েছেন তিন নম্বরে।

অরিজিতের গলায় গান শোনার জন্য এখন দেশ-বিদেশের মানুষেরা মুখিয়ে থাকেন। যে কারণেই নায়ক-নায়িকা থেকে শুরু করে প্রযোজক সবাই তাদের সিনেমায় অরিজিতের গান রাখতে চান। তার গান থাকলেই যেন সব হিট। সম্প্রতি টাইগার থ্রি থেকে অ্যানিমেল সব সিনেমাতেই তার গান রাখা হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তার গান ছাড়া যেন সিনেপাড়ার গানের জগত অচল।

তবে সাদামাটা জীবন এবং বিলাসিতার বাইরে থাকলেও অরিজিৎ সিং কিন্তু একেকটি কনসার্ট করার জন্য বিপুল টাকা নিয়ে থাকেন। যদিও এই টাকা দিয়ে তিনি আগামী দিনে সমাজসেবামূলক বিভিন্ন কাজ করবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু কাজে তিনি হাতও লাগিয়েছেন। গায়ক হিসেবে তিনি যেমন চূড়ায় বসে রয়েছেন ঠিক সেইরকমই সামাজিক দিক দিয়েও তার অনেক স্বপ্ন রয়েছে।

২০২৩ সালের মুভি রিভিউ-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, জনপ্রিয় গায়ক অরিজিতের সম্পত্তির পরিমাণ ১৪৯ কোটি টাকা। প্রতিবছর গড়ে তিনি ৭২ কোটি টাকার রোজগার করে থাকেন। হিসেব অনুযায়ী প্রত্যেক মাসে তার রোজগার হলো ৬ কোটি টাকা। ভারতবর্ষের যে সকল গায়ক গায়িকারা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ধনী গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল।