নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য প্রতি মুহূর্তে নতুন নতুন প্রকল্প আনা হচ্ছে। এই সকল প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলি ব্যাপক জনপ্রিয়তা করেছে। ব্যাপক জনপ্রিয়তা লাভ করা প্রকল্পগুলির একটি হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। তবে এই প্রকল্পকে এবার পিছনে ফেলে এমন একটি প্রকল্প আনা হচ্ছে যেটির মাধ্যমে রাজ্যের মহিলারা মাসে মাসে ৯০০০ টাকা করে পাবেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মা-বোনেদের জন্য নতুন যে প্রকল্পটি আনার পরিকল্পনা গ্রহণ করেছে তার নাম হলো সেবা সখি প্রকল্প (Seba Sakhi Scheme)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেছে নেওয়া কিছু মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণ শেষে যখন তাদের নিযুক্ত করা হবে তখন তারা প্রতিদিন ৩০০ টাকা অর্থাৎ মাসে ৯০০০ টাকা রোজগারের সুযোগ পাবেন।
বর্তমান সময়ে প্রতিটি মহিলা পুরুষ সবাই স্বনির্ভর হয়ে রোজগার করতে চান। কিন্তু বাস্তব এটাই যে রাজ্যে চাকরির হাল খুব খারাপ। যে কারণে ইচ্ছে থাকলেও উপায় হয় না। তবে রাজ্যের মহিলাদের এই ইচ্ছে পূরণ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন এই সেবা সখী প্রকল্প। এই প্রকল্পের ফলে কিছুটা হলেও বেকারত্ব কমবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পে কিভাবে নিয়োগ করা হবে এবং এই প্রকল্পে কাজ করা মহিলাদের কি করতে হবে?
এই প্রকল্পের আওতায় বেশ কিছু মহিলাকে বেছে নেওয়া হবে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যেই রাজারহাট, বারুইপুর, পাঁশকুড়া, আমতা এই চারটি ব্লকের ২০ জন মহিলাকে বেছে নেওয়া হয়েছে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কলকাতার ইনস্টিটিউট অফ জেরোনটোলজিতে। আশা করা হচ্ছে এই সকল মহিলাদের পুজোর পরেই কাজে লাগানো হবে। যারা শহরাঞ্চলে কাজ করবেন তারা প্রতিদিন ৩০০ টাকা এবং যারা গ্রামাঞ্চলে কাজ করবেন তারা প্রতিদিন ২৫৫ টাকা করে পাবেন।
প্রকল্পের আওতায় কাজ করা মহিলাদের মূলত বয়স্ক বা শয্যাশায়ী মানুষদের সেবা যত্ন করতে হবে। প্রতিটি ব্লকে ২০ থেকে ৪০ জন এই ধরনের মহিলাদের নিযুক্ত করা হবে। এই প্রকল্পের আওতায় যারা কাজ করবেন তাদের মূলত সাধারণ চিকিৎসা যেমন ড্রেসিং করা থেকে শুরু করে ব্যান্ডেজ করা, রক্তচাপ পরীক্ষা করা, ডায়াবেটিসের মতো সাধারণ রোগের চিকিৎসা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।