আপনার ব্যাঙ্ক SBI বিশ্ব তালিকায় কত নম্বরে! এই ব্যাঙ্ক কতটা সুরক্ষিত!

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষ তাদের কষ্টার্জিত টাকা বাড়িতে নগদ হিসাবে সঞ্চয় না রেখে জমা রাখেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account)। একসময় ভারতের অধিকাংশ মানুষ ব্যাংকের পরিবর্তে নিজেদের বাড়িতেই টাকা রাখতে পছন্দ করতেন। কিন্তু এখন সেই দিন ফুরিয়েছে আর সেই দিন ফুরানোর ফলে দেশে দিন দিন বাড়ছে বিভিন্ন ব্যাংকের ব্যবহার।

ভারতে যে সকল ব্যাংক রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। গ্রাহক সংখ্যার নিরিখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম ব্যাংক। তবে যদি ক্যাপের কথা ধরা হয় তাহলে তা কখনোই দেশের বৃহত্তম ব্যাংক নয়। ক্যাপের হিসাব অনুযায়ী বর্তমানে দেশের বৃহত্তম ব্যাংক হল এইচডিএফসি (HDFC)। ক্যাপের হিসাবে এইচডিএফসি দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার পাশাপাশি এটি বিশ্বের সপ্তম বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে।

মূলত এইচডিএফসি লিমিটেড এবং এইচডিএফসি ব্যাংক সংযুক্ত হয়ে যাওয়ার পর বিপুল পরিমাণ সম্পত্তি বেড়েছে এইচডিএফসি ব্যাংকের। এরপর পরপরই এই ব্যাংক বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপের ব্যাংক ক্লাবে ঢুকে পড়েছে। বর্তমানে এইচডিএফসি ব্যাংকের ক্যাপ ভ্যালু ১৫৪.২৩ বিলিয়ন ডলার। এখন প্রশ্ন হল ভারতের সবচেয়ে জনপ্রিয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই তালিকায় কত নম্বরে রয়েছে?

ভারতের হিসাবে সবচেয়ে বেশি সম্পত্তি নিয়ে থাকা ব্যাংকের তালিকায় এইচডিএফসি ব্যাঙ্কের পরেই রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। যাদের ক্যাপ ভ্যালু হলো ৮২ বিলিয়ন ডলার। এরপরই রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং যার ক্যাপ ভ্যালু হল ৬৪ বিলিয়ন ডলার। ধনী ব্যাঙ্কের বিশ্ব তালিকায় আইসিআইসিআই ব্যাঙ্ক ১৬ নম্বর এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২২ নম্বর স্থান পেয়েছে।

এখন যদি প্রশ্ন ওঠে দেশের সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা নিয়ে থাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কতটা সুরক্ষিত? এই প্রশ্নের উত্তরে বলা যায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক অথবা অন্য যেকোনো ব্যাংকের উপর সব সময় নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এছাড়াও ব্যাংকের গ্রাহকদের প্রতিটি অ্যাকাউন্টের সঙ্গে থাকে ইন্সুরেন্স। যদি কোন ব্যাংক বন্ধ হয়ে যায় সে ক্ষেত্রেও সেই ইন্সুরেন্সের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের নির্দিষ্ট টাকা ফেরত দিয়ে থাকে।