বাংলাএক্সপি ডেস্কঃ লোকাল ট্রেনের কোন মা-বাবা নেই! যাত্রীরা লোকাল ট্রেনের টাইম টেবিল দেখে এখন এমনটাই বলতে শুরু করেছেন। অন্ততপক্ষে বারাসাত-বনগাঁ শাখায় (Barasat-Bangoan Train Late)। আর এমন ট্রেন লেটের কারণে স্বাভাবিকভাবেই অফিস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা নানান সমস্যায় পড়ছেন। কিন্তু কেন দিনের পর দিন এইভাবে ট্রেন লেট হচ্ছে?
গত শনিবার পর্যন্ত বারাসাত বনগাঁ শাখার লোকাল ট্রেনের টাইমটেবিলের দিকে তাকালে লক্ষ্য করা যাবে, ২০ মিনিট পর্যন্ত দেরিতে চলেছে ট্রেন। আর এত সময় ট্রেন দেরিতে চলার কারণে স্বাভাবিকভাবেই যারা অফিস যাত্রী রয়েছেন তারা অসুবিধার মুখোমুখি হওয়ার পাশাপাশি অসুবিধার মুখোমুখি হতে হচ্ছিল সাধারণ মানুষদের। এমন পরিস্থিতি নিয়ে শেষমেষ লেট হওয়ার কারণ জানায় রেল।
বারাসাত-বনগাঁ শাখায় ট্রেন লেট হওয়ার পিছনে সিগন্যালিং কোন সমস্যা নেই বলেই জানা গিয়েছে রেলের তরফ থেকে। তবে তা সত্ত্বেও ট্রেন দেরি হওয়ার মূল কারণ হলো রক্ষণাবেক্ষণ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ওই শাখায় লোকাল ট্রেনের এমন লেট হওয়ার কারণ হিসেবে রক্ষণাবেক্ষণকেই দাবি করেছেন। তবে রক্ষণাবেক্ষণের কারণে দিনের পর দিন এত দেরিতে ট্রেন চললে তো আর সাধারণ মানুষরা মেনে নেবেন না।
আরও পড়ুন : Pension: শিক্ষকদের জন্য স্বস্তির বাতাস, পেনশনে জটিলতা কমানোর ঐতিহাসিক পদক্ষেপ রাজ্যের
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ট্রেন দেরিতে চলাচল আর হবে না। তার দাবি অনুযায়ী রবিবার থেকেই সমস্ত ট্রেন সঠিক সময়ে চলাচল করবে বলে জানানো হয়। তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এমনটা জানালেও কিন্তু ফলাফলের দিক দিয়ে খুব একটা সুদূরপ্রসারী দেখা যায়নি। সোমবার বিভিন্ন ট্রেনকে সময় থেকে প্রায় ১০ মিনিট লেটে চলতে দেখা যায়। বিশেষ করে অফিস টাইম এর ট্রেনগুলিতে লেট নজরে আসে।
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রেনের সাধারণ যাত্রীদের তরফ থেকে জানানো হয়েছে, রেল যতই যা বলুক না কেন এই সমস্যার সমাধান তারা আর দেখতে পাচ্ছেন না। শিয়ালদা শাখার বারাসাত বনগাঁ রুটে প্রতিদিনই কোন না কোন ট্রেন সময়ের থেকে অনেক দেরিতে চলে। স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রীরা অসুবিধায় পড়ার পাশাপাশি তাদের মনে ক্ষোভ জন্মাচ্ছে।