অক্ষয় কুমারের আসল নাম কি? জন্ম কোথায়? কেন তিনি ‘কানাডা কুমার’!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলাদাভাবে নজর কাড়া অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তবে তিনি রাতারাতি এমন একজন সেলিব্রেটি হয়ে ওঠেননি। অনেক কষ্ট করেই তাকে এমন জায়গা পেতে হয়েছে। জীবনের প্রথম দিকে তার ১৪ থেকে ১৫ টি সিনেমা পুরোপুরি ফ্লপ হয়। এমনকি ১৯৯০ সাল নাগাদ তার কাছে কোন কাজ ছিল না। এমন একজন অভিনেতাকে নিয়ে দর্শকদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে।

Advertisements

দর্শকদের মধ্যে যে সকল প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের মধ্যে প্রথমেই আসে অক্ষয় কুমারের আসল নাম কি? তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তাকে কানাডা কুমার কেন বলা হয়? বারবার অক্ষয় কুমারকে কেন ‘উড়ে এসে জুড়ে বসা’র সঙ্গে তুলনা করা হয়ে থাকে? আসলে অক্ষয় কুমার রাজনীতি থেকে খেলা অথবা দেশের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় মুখ খুলে থাকেন। আর যখনই তিনি মুখ খোলেন তখনই তাকে কানাডা কুমার বলে খোঁচা দিতে শুরু করেন নিন্দুকেরা।

Advertisements

অক্ষয় কুমারকে কানাডা কুমার বলে খোঁচা দিলেও তিনি কিন্তু কানাডায় জন্মগ্রহণ করেন নি অথবা সেখানকার স্থায়ী বাসিন্দা নন। অক্ষয় কুমার জন্মগ্রহণ করেছিলেন ১৯৬৭ সালের ৯ সেপ্টেম্বর ভারতের পাঞ্জাবের অমৃতসরে। তার আসল নাম হল রাজীব ভাটিয়া (রাজিব হরি ওম ভাটিয়া)। অক্ষয় কুমারের বাবা হলেন হরি ওম ভাটিয়া। তিনি ছিলেন একজন সেনা অফিসার। মা অরুণা ভাটিয়া। ছোটবেলা থেকেই অক্ষয় কুমারের খেলাধুলার প্রতি ভালো ঝোঁক ছিল।

Advertisements

শুধু জন্ম ভারতে এমন নয়, পাশাপাশি পড়াশোনা থেকে শুরু করে বড় হয়ে ওঠা সব কিছুই ভারতে। ছোট থেকে দিল্লির চাঁদনী চক এলাকায় তিনি বড় হয়েছেন, তবে পরবর্তীতে তার বাবা সেনা অফিসার থেকে অবসর নেওয়ার পর যখন ইউনিসেফ (UNICEF) এর অ্যাকাউন্ট্যান্ট হন তখন তারা মুম্বাইয়ে বসবাস শুরু করেন। মাতঙ্গার ডন বাসকো স্কুল থেকে পড়াশোনা করে ক্যারাটে শেখেন অক্ষয় কুমার। পরবর্তীতে তার কলেজের পড়াশোনা হয় গুরু নানক খালসা কলেজে। তবে সেখানে পড়াশোনা সম্পূর্ণ না করে তিনি চলে যান থাইল্যান্ড এবং সেখানে পাঁচ বছর থাই বক্সিং শেখেন। পরবর্তীতে ধাপে ধাপে নিজের ক্যারিয়ার উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যান তিনি। তিনি পদ্মশ্রী প্রাপ্ত একজন অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

এখন প্রশ্ন হল কেন অক্ষয় কুমারকে এরপরেও কানাডা কুমার বলা হয়ে থাকে? আসলে ক্যারিয়ারের প্রথম দিকে অক্ষয় কুমার যখন সবকিছুতেই বিফল হয়ে পড়েছিলেন সেই সময় তার কিছু বন্ধু তাকে পরামর্শ দিয়েছিলেন কানাডা গিয়ে ভাগ্যান্বেষণ করার জন্য। তখনই তিনি কানাডায় চলে যাওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তৈরি হয়ে পাসপোর্ট এবং সেখানে নিয়মিত যাতায়াত রয়েছে তার। তবে তা থাকলেও তিনি ভারতেই সবকিছু করেন এবং ভারতে করও দেন। যদিও এই কানাডা কুমার তকমা এবার অক্ষয় কুমারের মাথা থেকে ঘুচে গেল। ১৫ আগস্ট ২০২৩ তিনি ভারতের নাগরিকত্ব ফিরে পেয়েছেন এবং ভারতীয় আইন অনুসারে কানাডার নাগরিকত্ব ত্যাগ করেছেন।

Advertisements