নিজস্ব প্রতিবেদন : রাত পোহালেই শুরু হবে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024)। মাধ্যমিক পরীক্ষার প্রতিটি পড়ুয়ার জীবনের প্রথম বড় পরীক্ষা হওয়ার কারণে পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যেও চিন্তার শেষ থাকে না। তবে এই চিন্তা দূর করতে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে খোলা হল তিন তিনটি কন্ট্রোল রুম (Madhyamik Exam Control Room Birbhum)।
মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোন অসুবিধার সম্মুখীন না হয় অথবা অন্য কোন অসুবিধায় পড়ে যাতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন ব্যাঘাত না ঘটে তার জন্য এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এবার বীরভূমের তিনটি সাব ডিভিশনের জন্য আলাদা আলাদা তিনটি কন্ট্রোল রুম চালু করা হলো। এই সকল কন্ট্রোল রুমের জন্য যেসব নম্বর দেওয়া হয়েছে সেগুলিতে ফোন করে যে কোন সময় সহযোগিতা পাওয়া যাবে বলেই জানা যাচ্ছে।
বীরভূমের সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট এই তিনটি সাব ডিভিশনের জন্য আলাদা আলাদা করে তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিউড়ি সাব ডিভিশনের জন্য যে নম্বরটি দেওয়া হয়েছে সেটি হল ০৩৪৬২ ২৫৫৫২৩ অথবা ৮০০১৪৯৩০০০। বোলপুরের জন্য যে কন্ট্রোল রুম খোলা হয়েছে তার নম্বর হলো ৮০০১৪৯৫০০০। অন্যদিকে রামপুরহাট সাব ডিভিশনের জন্য যে কন্ট্রোল রুম খোলা হয়েছে তার নম্বর ৭৭১৮৭৯১৯৬০।
এই তিনটি কন্ট্রোল রুম নম্বরে ফোন করে মাধ্যমিক পরীক্ষার্থীরা সাহায্য পাওয়ার পাশাপাশি বীরভূমে যে সকল থানা রয়েছে সেই সকল থানার নম্বরে ফোন করেও সহযোগিতা পেতে পারে। আপাতকালীন পরিস্থিতিতে থানাগুলিও মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে জেলা পুলিশের তরফ থেকে ২৫ টি থানার নম্বর দেওয়া হয়েছে।
সিউড়ি : ০৩৪৬২২৫৫৫৭৮, সদাইপুর : ০৩৪৬২২২০২৯১, রাজনগর: ৯৩৩৯৩৫০০১০, খয়রাশোল: ০৩৪৬২-২৪০২৫০, মহঃ বাজার: ৮৫০৯৫৩৩৮১৯, কাঁকড়তলা: ৮৩৪৫৮১৪৬৯৪, ইলামবাজার: ০৩৪৬৩-২৭৫২২১, পাঁড়ুই: ৯৬৪৭৫৭৫০৪০, নলহাটি: ৯৭৩৪৩৯৪৬১৪, নানুর: ৯৬৩৫৫৬৮৮৮৪, বোলপুর: ৪৩৭১৮২৫৫০৭, রামপুরহাট: ৮৬৫৩৩০৬৪৩০, মারগ্রাম: ০৩৪১৬-২৬৫২৫৫, ময়ূরেশ্বর: ৯১৪৭৮৮৮৫১২, মুরারাই: ৮৩২৭৩৫৬৩০৪, সাঁইথিয়া: ০৩৪৬২-২৬২২৩২, লাভপুর: ৯১৪৭৮৮৮৫০৮, দুবরাজপুর: ০৩৪৬২-২৪৪২২৮, লোকপুর: ৯১৪৭৮৮৮৫১৫, চন্দ্রপুর: ৯৫৪৭৫৩২৪২০, শান্তিনিকেতন: ০৩৪৬৩-২৫৩১০২, তারাপীঠ: ৯১৪৭৮৮৮৫১৮, মল্লারপুর: ৯১৪৭৮৮৮৫২৫, পাইকার: ৯৩৩৯৩৪৮৫০৮, কীর্ণাহার: ৯৬৩৫৫৬৮৮৮০।