12 coaches Local Train: আর কতদিন বাদুর ঝোলা, কবে থেকে ১২ কোচের লোকাল ট্রেন চলবে শিয়ালদায়! জানিয়ে দিল রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে যেমন এক্সপ্রেস ট্রেনের গুরুত্ব অপরিসীম, ঠিক সেই রকমই গুরুত্ব লোকাল ট্রেনের (Local Train)। এমনকি বেশকিছু লোকাল ট্রেনে যে পরিমাণ যাত্রীরা ভ্রমণ করেন তাতে ঠাসাঠাসি অবস্থায় বাদুড় ঝোলা হয়ে যেতে হয়। এমন দৃশ্য বাংলার শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) প্রতিদিনই লক্ষ্য করা যায়। এই ডিভিশনের বিভিন্ন লোকাল ট্রেনে যাত্রীরা ভ্রমণ করার সময় ভিড়ের চাপে অর্ধেক এনার্জি ট্রেনের মধ্যেই শেষ করে ফেলেন।

Advertisements

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে মুখিয়ে রয়েছেন সাধারণ যাত্রীরা। এই পরিস্থিতি থেকে কিছুদিনের মধ্যেই মুক্তি মিলবে বলে আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। আসলে এমন মুক্তি মিলবে মূলত ট্রেনের কোচ বৃদ্ধি পাওয়ার ফলে। কেননা রেলের তরফ থেকে শিয়ালদা ডিভিশনের সমস্ত শাখাতেই এবার ১২ কোচের লোকাল ট্রেন চালানো হবে (12 coaches Local Train)।

Advertisements

বর্তমানে যে সকল লোকাল ট্রেন চালানো হয় সেগুলি ৯ কোচের। যেভাবে দিন দিন যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এই ৯ কোচের লোকাল ট্রেনগুলিতে দিন দিন সমস্যা বেড়েই চলেছে। সেক্ষেত্রে ১২ কোচের লোকাল ট্রেন চালু হলেই এই সমস্যা একনিমেষে মিটে যাবে। কেননা ট্রেনগুলিতে তিনটি করে কোচ বৃদ্ধি পাবে আর সেই সকল কোচে শত শত যাত্রীরা যাতায়াত করতে পারবেন। তাদের আর ধীরে বাদুড় ঝোলা হয়ে যাতায়াত করতে হবে না।

Advertisements

আরও পড়ুন ? Summer Special Vande Bharat Express: গরমে কষ্টের দিন শেষ! এবার রেল চালাবে সামার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস

তবে ১২ কোচের লোকাল ট্রেন চালাবো বললেই তো আর চালানো হয় না। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিকাঠামো। এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে প্লাটফর্ম বৃদ্ধি করার কাজ চালানো হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য কাজ যেমন ওভারেড তার, সিগন্যাল ইত্যাদির কাজও করা হচ্ছে। যেহেতু শিয়ালদা রেল স্টেশন হলো দেশের অন্যতম ব্যস্ত একটি রেলস্টেশন, তাই এখানে প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে রেল সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই কাজ প্রায় শেষের দিকে নিয়ে এসেছে।

ইতিমধ্যেই শিয়ালদা রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করার কাজ শেষের দিকে। একই সঙ্গে কাজ চলছে ১, ২ ও ৩ নম্বর প্লাটফর্মের। এরপর ৫ নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করার কাজ করা হবে। এই কাজ শেষ হয়ে যাওয়ার পরই শিয়ালদা স্টেশন থেকে সমস্ত শাখাতে ১২ কোচের লোকাল ট্রেন চালানো হবে। এক্ষেত্রে পূর্ব রেল মনে করছে ভোট শেষ হয়ে যাওয়ার এক মাসের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে এবং ১২ কোচের লোকাল ট্রেন চালু হয়ে যাবে।

Advertisements