নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বিভিন্ন জায়গায় এখনো দফায় দফায় চলছে বৃষ্টি। এদিকে আবার সামনেই দুর্গাপুজো। দফায় দফায় বৃষ্টি চলার কারণে দুর্গাপুজোর সময়ও বৃষ্টি হবে কিনা তা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে প্রশ্ন। আবহাওয়া দপ্তরের তরফ থেকে দুর্গাপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে কবে বর্ষা (Monsoon) বিদায় নেবে সেই প্রশ্নই সাধারণ মানুষদের মধ্যে।
রাজ্যে দফায় দফায় বৃষ্টি হলেও সেই বৃষ্টির দেখা মিলেছে মূলত অধিকাংশ সময়ে নিম্নচাপ অথবা ঘূর্ণাবর্তের কারণে। চলতি সপ্তাহের অধিকাংশ দিনও বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে যখন বর্ষা বিদায়ের প্রশ্ন উঠছে তখন আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, বর্ষা বিদায়ের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া মূলত ২৩ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে। ধাপে ধাপে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় নেওয়া শুরু হতেই শুরু হয়ে গিয়েছে বর্ষা বিদায়। সোমবার পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।
আরও পড়ুন : Bangladeshi Ilish: ভারতকে ইলিশ দিয়ে কত টাকা পাবে বাংলাদেশ?
তবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা পুরোপুরিভাবে বিদায় নিতে এখনো বেশ কয়েকটা দিন সময় লাগবে বলেই জানাচ্ছে মৌসম ভবন। গোটা দেশ থেকে আগামী ১৩ অক্টোবরের মধ্যেই পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিয়ে নেবে। স্বাভাবিকভাবেই আগামী কয়েকদিনের মধ্যেই দেশের সর্বত্রই বৃষ্টির পরিমাণ কমে যাবে। এরপর ধীরে ধীরে আগমন ঘটবে শীতের।
অন্যদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে।