Majerhat Metro Trial: হয়ে গেল মাঝেরহাট মেট্রোর ট্রায়াল, সামনে এলো ভিডিও, জানুন কবে হচ্ছে উদ্বোধন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রথম শহর হিসাবে কলকাতা পেয়েছিল মেট্রো পরিষেবা (Metro Rail)। এরপর দেশের অন্যান্য বেশ কিছু শহরে পৌঁছে গিয়েছে মেট্রো পরিষেবা। কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা চালু হওয়ার পাশাপাশি খুব তাড়াতাড়ি এখানেই প্রথম চালু হতে চলেছে আন্ডারওয়াটার মেট্রো। তবে শুধু আন্ডারওয়াটার মেট্রো নয়, এর পাশাপাশি শহরের আরো একাধিক জায়গায় মেট্রো পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisements

তিলোত্তমার যে সকল জায়গায় মেট্রো পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চালানো হচ্ছে তার মধ্যে অন্যতম হলো মাঝেরহাট মেট্রো। এই মেট্রো পরিষেবার জন্য দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা মুখিয়ে রয়েছেন। আর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শনিবার মাঝেরহাট মেট্রো পরিষেবার জন্য ট্রায়াল রান হয়ে গেল। মাঝেরহাট স্টেশন থেকে তারাতলা পর্যন্ত শনিবার এই ট্রায়াল রান (Majerhat Metro Trial) হয়। সেই ট্রায়াল রানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

Advertisements

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এদিন ট্রায়াল রান চালানোর সময় তারাতলা স্টেশন থেকে দুপুর ১২ টা ১৬ মিনিটে একটি এসি রেক মাঝেরহাট স্টেশনের দিকে রওনা দেয়। সেই এসি রেকটি ১২:১৯ মিনিটে পৌঁছায় মাঝেরহাট স্টেশন। এরপর আবার মাঝেরহাট রেলস্টেশন থেকে ১২:৪৩ মিনিটে তারাতলা স্টেশনের দিকে রওনা দেয়। ট্রেনটি ১২:৪৬ মিনিটে পৌঁছে যায় তারাতলা স্টেশন।

Advertisements

আরও পড়ুন ? দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো কোন কোন স্টেশনে স্টপেজ দেবে! দেখে নিন তালিকা

মাঝেরহাট স্টেশন থেকে তারাতলা স্টেশন পর্যন্ত দূরত্ব হল ১.২৫ কিলোমিটার। ট্রায়াল রান চালানোর সময় ঘন্টায় ৫০ কিলোমিটার গতিবেগে মেট্রো এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছেছিল বলে জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের তরফ থেকে এটাও জানানো হচ্ছে যে, শনিবার যেহেতু প্রথম ট্রায়াল রান ছিল তাই খুব বেশি গতি তোলা হয়নি। আগামী দিনে আরও গতিতে এই মেট্রোরেল পথের ট্রায়াল রান হতে পারে। এদিন এই ট্রায়াল রানের জন্য এমআর ৪১৭ নম্বর রেক ব্যবহার করেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ।

ট্রায়াল রানের পর কবে এই মেট্রো পরিষেবার উদ্বোধন হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২ সালের ৩০ ডিসেম্বর জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের জোকা থেকে তারাতলা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবার উদ্বোধন করেছিলেন। এরপর মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা উদ্বোধনের যে ডেড লাইন রয়েছে তা হল ২০২৪ সালের ৩১ জানুয়ারি। এর ফলে মনে করা হচ্ছে আর কয়েক দিনের মধ্যেই এই মেট্রো পরিষেবার বাণিজ্যিক উদ্বোধন হয়ে যেতে পারে। যদি তার না হয় তাহলে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই পরিষেবা চালু হয়ে যাবে বলে সূত্রের খবর।

Advertisements