Student Internship Scheme Details: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এসে গেল নতুন প্রকল্প, মাসে মাসে মিলবে ১০ হাজার টাকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) বিভিন্ন সময় কল্পতরু হিসাবে রাজ্যের বাসিন্দাদের সামনে হাজির হতে দেখা যায়। তার এমন কল্পতরু হিসাবে হাজির হওয়ার পরিপ্রেক্ষিতেই রাজ্যের মহিলারা পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। যে প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। তবে এবার এই প্রকল্পকে হার মানিয়ে দিল রাজ্যেরই নতুন একটি প্রকল্প। যে প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে দেওয়া হবে ১০ হাজার টাকা।

সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পড়ুয়া সম্মেলনে হাজির হয়েছিলেন। সেখানে তিনি পড়ুয়াদের জন্য কল্পতরু রূপে হাজির হয়ে যোগ্যশ্রী প্রকল্পের (Yoggyasree Scherm) সূচনা করেন। এই প্রকল্প চালু করার পাশাপাশি আরও একটি প্রকল্পের উদ্বোধন করেন, যে প্রকল্পের মধ্য দিয়েই ১০ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে নতুন এই যে প্রকল্প চালু করা হলো তার নাম স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প (Student Internship Scheme)।

নতুন এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের পড়ুয়ারা সরকারি কাজকর্ম হাতে কলমে শিখতে পারবেন। শুধু কাজকর্ম শেখা নয়, এর পাশাপাশি তাদের প্রতি মাসে স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে ১০০০০ টাকা। সরকার অধীনস্থ ব্লক, মিউনিসিপালিটি, জেলা অফিস সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হাতে কলমে শেখানোর জন্য এই প্রকল্পের মধ্য দিয়ে পড়ুয়াদের নিয়োগ করা হবে। অর্থাৎ এই প্রকল্পের মধ্য দিয়ে এবার যেমন সরকারি কাজকর্মের প্রশিক্ষণ নেওয়া যাবে ঠিক সেরকমই মাসে মাসে হাতে মোটা টাকাও পাওয়া যাবে।

আরও পড়ুন 👉 Yoggyashree Scheme: যোগ্যতার প্রশ্ন দূর! মমতা চালু করলেন যোগ্যশ্রী প্রকল্প, কারা কীভাবে পাবেন সুবিধা

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য কোন পরীক্ষায় যে সকল পড়ুয়ারা ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হবেন তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হল ৪০ বছর। যে সকল পড়ুয়ারা রাজ্য সরকারের নতুন প্রকল্পের হাত ধরে ইন্টার্নশিপে যুক্ত হবেন তারা আবার প্রশিক্ষণে উত্তীর্ণ হলে সার্টিফিকেট দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপে নেওয়া হবে। পরবর্তীতে ইন্টার্নশীপে যুক্ত হওয়া পড়ুয়ার যোগ্যতার বিচারে তার চাকরি রিনিউ হবে। অর্থাৎ এক বছরের জন্য নিয়োগ করা হলেও যে সকল পড়ুয়ারা যোগ্যতা দেখাতে পারবেন তারা তাদের এই ইন্টার্নশিপ চাকরি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আবার যে সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট পরবর্তীতে চাকরির ক্ষেত্রেও অনেক মাইলেজ দেবে চাকরি প্রার্থীদের বলেই মনে করা হচ্ছে।