একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আস্ত রেল সেতু, রেলের অনবদ্য সৃষ্টি না জানলেই নয়

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলের উপর এমন নির্ভরশীলতার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। ভারতীয় রেল যেমন দেশের নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ গণ পরিবহনের মাধ্যম ঠিক সেই রকমই রেলের তরফ থেকেও দেশের নাগরিকদের প্রতিনিয়ত নতুন নতুন পরিষেবা উপহার দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। সেরকমই এবার ভারতে একটি এমন রেল সেতু তৈরি হচ্ছে যা অবাক করবে প্রত্যেককেই।

ভারতে অবাক করা এমন রেল সেতু কেবলমাত্র একটি স্তম্ভের উপর তৈরি হচ্ছে। এই রেল সেতুটি ঝুলন্ত রেল সেতু এবং জম্মু-কাশ্মীরের মতো পাহাড়ি এলাকায় তৈরি হচ্ছে। আগামী মে মাসের মধ্যেই এই ঝুলন্ত সেতুর কাজ তৈরি হয়ে যাবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। ঝুলন্ত সেতুর কাজ তৈরি হয়ে যাওয়ার পর ভারতীয় রেলে তৈরি হবে নতুন দিগন্ত।

একটি স্তম্ভের উপর এমন ঝুলন্ত সেতু তৈরি হচ্ছে জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায়। এই সেতু অঞ্জি খাদ সেতু (Anji Khad Bridge) নামে পরিচিত। সেতুটি এমন ভাবে তৈরি হচ্ছে যাতে এই সেতুর উপর দিয়ে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগে ট্রেন ছুটতে পারে। সুউচ্চ পাহাড়ি এলাকায় ঝুলন্ত সেতুর ওপর ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে ট্রেন ছোটা ইতিহাস তৈরি করার মতই।

এই সেতুটি ১৫ মিটার চওড়া এবং মূল বিস্তৃতি ২৯০ মিটার। সেতুটির মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার। যে এমটি স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে সেটি ভিত থেকে ১৯৩ মিটার উঁচুতে এবং নদীগর্ভে ৩৩১ মিটার পর্যন্ত পৌঁছে গিয়েছে। ঝুলন্ত এই সেতু তৈরির জন্য ৯৬ টি তারের প্রয়োজন হয়েছে। এক একটি তারের দৈর্ঘ্য ৮২ মিটার থেকে ২৮৫ মিটারের।

এমন ঝুলন্ত সেতু তৈরি করার পাশাপাশি সেতুটির সুরক্ষার দিক দিয়েও বিশেষভাবে নজর রাখা হয়েছে। সুরক্ষার দিক দিয়ে নজর রাখার ক্ষেত্রে যে সকল বন্দোবস্ত করা হয়েছে তাতে ৪০ কেজি বিস্ফোরক এই সেতু ওড়াতে অক্ষম এবং ঘন্টায় ২৩১ কিলোমিটার গতি বেগে ঝড় বইলেও সেতুটি অক্ষত অবস্থায় থাকবে। এর পাশাপাশি তীব্র ভূমিকম্পেও সেতুর ক্ষতি হবে না বলে দাবি করা হচ্ছে রেলের তরফ থেকে।