C 130j Hercules Plane: হাসিনাকে দেশ থেকে উড়িয়ে নিয়ে যায় C 130j Hercules Plane, জানেন এই শক্তি কতটা?

Madhab Das

Published on:

Advertisements

মাধব দাস : প্রায় দু’মাস ধরে বাংলাদেশের চলা সংরক্ষণ আন্দোলন শেষমেষ সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। এরপরের ঘটনা জানতে বাকি নেই কারো। গত সোমবার চাপে পড়ে শেষমেষ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তাফা বাধ্য হন। শুধু পদ থেকে ইস্তাফা দেওয়া নয়, পাশাপাশি পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে তাকে দেশ ছেড়ে পালাতেও হয়। তাকে বাংলাদেশ থেকে নিরাপদে উড়িয়ে নিয়ে আসে C 130j Hercules Plane। এই প্লেনের শক্তি, বৈশিষ্ট্য নিয়ে এখন অনেকের মধ্যেই কৌতুহল রয়েছে।

Advertisements

বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা কোথায় যাবেন তা নিয়ে প্রথম থেকেই নানান জল্পনা তৈরি হচ্ছিল। তবে অধিকাংশের অনুমান মতই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে আসেন ভারতে। এখন ভারত থেকে তার পরবর্তী অবস্থান কোথায় হয় সেটাই এখন আসল কৌতূহল। আর এই আসল কৌতূহলের পাশাপাশি C 130j Hercules Plane নিয়েও বহু মানুষের মধ্যে রয়েছে বড়ই কৌতূহল।

Advertisements

C 130j Hercules Plane টি যে প্রযুক্তিতে তৈরি তা এখনও বাংলাদেশের মতো দেশের পক্ষে তৈরি করা সম্ভব নয়। এই বিমানটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা লকহিড মার্টিন। হাসিনা যে প্লেনে চড়ে ভারতে আসেন সেটি হল হারকিউলিসের লেটেস্ট ভার্সন। বিশ্বের এখনো পর্যন্ত ২০টি দেশকে মার্কিন সংস্থা লকহিড মার্টিন লেটেস্ট ভার্সনের এই C 130j Hercules Plane প্লেন ৫০০টি বিক্রি করেছে। কোন দেশের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তিরায় এই প্লেন ব্যবহার করে থাকেন।

Advertisements

আরও পড়ুন ? Reserve Bank Of India: দুই রাজ্যকে নিয়ে উদ্বেগ বাড়ছে RBI-এর! ব্যক্তিগত লোন নিয়েই যত আশঙ্কা

টার্বোপ্রপ মিলিটারি কার্গো এই প্লেনটি চারটি ইঞ্জিন দিয়ে তৈরি। প্লেনটিতে যেসকল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটিও অত্যাধুনিক। এছাড়াও এই প্লেনে ফ্লাইট ডেক সহ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। এই ধরনের প্লেন ব্যবহার করা হয়ে থাকে ট্যাকটিক্যাল এয়ারলিফ্ট, বিশেষ ধরনের অপারেশন থেকে শুরু করে অনুসন্ধান ইত্যাদির জন্য। এই সকল প্লেনের বৈশিষ্ট্য হলো, এগুলি ২৬ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে। এদের ওজন হয় ২০ হাজার ২২৭ কেজি।

হাসিনা যে প্লেনে চড়ে ভারতে পালিয়ে আসেন সেই প্লেনটি সর্বোচ্চ উচ্চতাতেও ঘন্টায় ৪১০ মাইল গতিবেগে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে সক্ষম। এই প্লেনটি ২৪১৭ মাইল দূরত্ব সহজেই অতিক্রম করে যেতে পারে। নতুন সুপার হারকিউলিসের বৈশিষ্ট্য হলো, এর ফ্লাইট স্টেশন। অপারেটিং এবং নেভিগেশন সিস্টেমের জন্য মাল্টি ফাংশন এলইডি স্ক্রিন রয়েছে। মোটের উপর এই ধরনের বিমানে যে সকল সুবিধা রয়েছে তা সাধারণত অন্যান্য সামরিক বিমানেও পাওয়া যায় না।

Advertisements