ট্রেন অতীত, এবার নামমাত্র খরচে দু’ঘন্টায় উড়ে উড়ে কলকাতা to কোচবিহার

নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গ (Uttarbanga) প্রতিটি বাঙালির কাছে আলাদা আবেগ। পাহাড়ের টানে অথবা রাজমহলের টানে বছরের বিভিন্ন সময় পাহাড় মুখী হতে দেখা যায় ভ্রমণ প্রেমীদের। তবে অধিকাংশ পর্যটকদের মূলত ট্রেনের ওপর ভরসা করেই উত্তরবঙ্গে যেতে দেখা যায়। সেক্ষেত্রে আবার টিকিট নিয়ে বহু সময় সমস্যার সম্মুখীন হতে হয়।

উত্তরবঙ্গ যেতে চান এই রকম মানুষদের জন্য এবার সুখবর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। মন্ত্রীর কথা অনুযায়ী কোচবিহার বিমানবন্দর (Coochbehar Airport) থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হবে। কেন্দ্র সরকারের তরফ থেকে যে উড়ান স্কিম আনা হয়েছে সেই উড়ান স্কিমের আওতায় বিমান চলাচল করবে। আহমেদাবাদের উড়ান সংস্থা ‘ইন্ডিয়া ওয়ান’-এর (India One) তরফে এই বিমান পরিষেবা দেওয়া হবে।

কোচবিহার বিমানবন্দর থেকে যে বিমানটি যাতায়াত করবে সেই বিমানটি প্রতিদিন দুপুর ১২ঃ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে আসবে এবং দুপুর ১২ঃ৩০ মিনিটে কোচবিহার থেকে রওনা দেবে। বিমানটি কোচবিহার থেকে কলকাতা এবং তারপর জামশেদপুর হয়ে ভুবনেশ্বর পর্যন্ত চলাচল করবে। কোচবিহার থেকে কলকাতা সময় লাগবে মাত্র ১ ঘন্টা ৪৫ মিনিট। ঠিক উল্টো পথের কথা ভাবলে কলকাতা থেকে কোচবিহার পৌঁছানো যাবে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিটে।

সবথেকে বড় বিষয় হলো কোচবিহার থেকে কলকাতা অথবা কলকাতা থেকে কোচবিহার এই বিমান পরিষেবা চালু করা হচ্ছে নামমাত্র খরচে। প্রথম তিন মাস যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের কাছে নেওয়া হবে মাত্র ৯৯৯ টাকা। নতুন এই বিমান পরিষেবা শুরু হওয়ার পর বন্দে ভারত এক্সপ্রেসের মত ট্রেনের খরচ বিমান পরিষেবার থেকে বেশি হয়ে দাঁড়াবে।

শুক্রবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। বিমানবন্দর পরিদর্শন করার পর বিমান পরিষেবা চালু করার বিষয়ে তার ঘোষণার পাশাপাশি বিমানের সময়সূচী এবং ভাড়া নিয়ে বিবৃতি পেশ করেছেন ইন্ডিয়া ওয়ান উড়ান সংস্থার সিইও অরুণ কুমার সিংহ।