India’s Gold Reserves: পিছনে পড়ে গেল সৌদি আরব, ইংল্যান্ড! এগিয়ে গেল ভারত, রয়েছে বেশি সোনা, দেখে নিন পরিমাণ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের যে সকল মূল্যবান ধাতু রয়েছে তার মধ্যে অন্যতম হলো সোনা (Gold)। সোনা কেবলমাত্র মূল্যবান ধাতু নয়, সোনা কেবলমাত্র অলংকার তৈরির জন্য ব্যবহৃত হয় না, সোনার উপর নির্ভর করে অনেক কিছু। সোনার উপর নির্ভর করে কোন দেশের অর্থনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক দৃঢ়তা, থেকে শুরু করে অনেক কিছুই। যে কারণে যে কোন দেশে যত বেশি পরিমাণ সোনা মজুত থাকবে, সেই দেশের জন্য তা ততই মঙ্গল।

কোন দেশে কত পরিমাণ সোনা মজুত রয়েছে, সেই সংক্রান্ত সম্প্রতি একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তরফ থেকে। প্রকাশিত ওই তালিকা থেকে স্পষ্ট, সোনা মজুতের ক্ষেত্রে এখন ভারত এগিয়ে রয়েছে সৌদি আরব ও ইংল্যান্ডের মত দেশের তুলনায়। এই মজুত সোনা ভারতীয় অর্থনীতির দৃঢ়তা অনেক বৃদ্ধি করবে।

সোনা মজুত করার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। যে দেশে মজুত থাকা মোট সোনার পরিমাণ হলো ৮১৩৩.৪৬ টন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে জাপান। জাপানে মজুত রয়েছে ৩৩৫২ টন সোনা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। তাদের কাছে মজুত থাকা সোনার পরিমাণ ২৪৫১ টন সোনা।

আরও পড়ুন ? Silver: শুধু সোনা নয়, কম দামী এই ধাতুতে বিনিয়োগ করলেও পাওয়া যায় ভালো রিটার্ন

তালিকায় চতুর্থ স্থানে জায়গা পেয়েছে ফ্রান্স। ফ্রান্সে মজুত রয়েছে ২৪৩৭ টন সোনা। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া এবং রাশিয়াতে মজুত সোনার পরিমাণ ২২৯৯ টন। তালিকায় চীন রয়েছে ষষ্ঠ স্থানে এবং সেখানে যে পরিমাণ সোনা মজুত রয়েছে তা হলো ২০১১ টন। তালিকায় সপ্তম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সেখানে থাকা সোনার পরিমাণ হলো ১০৪০ টন। ৮৪৬ টন সোনা নিয়ে এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে জাপান।

কোন দেশে কত পরিমাণ সোনা মজুত রয়েছে সেই তালিকায় ভারত নবম স্থান পেয়েছে। ভারতে মজুত সোনার পরিমাণ হলো ৮০০.৭৮ টন। এর আনুমানিক বাজার মূল্য ৪৮,১৫৭ মার্কিন মিলিয়ন ডলার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সোনা মজুতের এই তালিকায় ভারতের থেকে অনেক পিছিয়ে রয়েছে সৌদি আরব এবং ইংল্যান্ড। তারা এই তালিকায় যথাক্রমে ১৭ এবং ১৬ নম্বরে রয়েছে।