নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশে যে সকল বিখ্যাত প্লেব্য্যাক সিঙ্গাররা রয়েছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। অন্যতম জনপ্রিয় প্লেব্য্যাক সিঙ্গার হওয়ার পাশাপাশি তিনি প্রতিনিয়ত চর্চায় থাকেন। কোন বিতর্কিত অধ্যায়ের কারণে নয়, বরং তার সাদামাটা জীবনই তাকে সব সময় আলোচনার কেন্দ্রবিন্দু করে রেখেছে। এহেন একজন শিল্পী এবার অন্য এক কারণে আলোচনায় উঠে এলেন।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মাটির মানুষ হিসাবে পরিচিত অরিজিৎ সিং এবার আলোচনায় উঠে এসেছেন সরকারকে কর দিয়ে। বাংলায় যে সকল করদাতারা রয়েছেন তাদের তালিকার দিকে নজর রাখলে মোটামুটি সব সময় উপরের দিকে লক্ষ্য করা যেত জনপ্রিয় একটি নাম, আর সেটি হল সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তবে এবার অরিজিৎ সিং বাংলার সর্বোচ্চ করদাতাদের তালিকায় সৌরভ গাঙ্গুলীকে পিছনে ফেলে দিলেন।
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্য থেকে জানা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ থেকে আদায় করা করের পরিমাণ হলো ৫৬ হাজার ৪২৪ কোটি টাকা। এর মধ্যে বড় অংশ রয়েছে কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সের পরিমাণ হলো ২৯ হাজার ৯৩০ কোটি টাকা। বাকি আদায়কৃত ট্যাক্স হল ব্যক্তিগত। আর এই ব্যক্তিগত করদাতাদের তালিকায় পশ্চিমবঙ্গে যারা সবচেয়ে উপরের দিকে রয়েছেন সেখানে জ্বলজ্বল করছে অরিজিতের নাম।
ব্যক্তিগত করদাতাদের তালিকায় রাজ্যে সবার উপরে রয়েছেন নন্দিনী মোদী। তিনি প্রায় ৭০ কোটি টাকা সরকারকে ইনকাম ট্যাক্স হিসেবে জমা দিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিড়লা গ্রুপের প্রধান কুমারমঙ্গলম। তিনি ইনকাম ট্যাক্স হিসাবে সরকারকে জমা দিয়েছেন ৫৯ কোটি টাকা। তালিকায় তিন নম্বরে রয়েছেন ব্যবসায়ী বরুণ রাঠি। তিনি দিয়েছেন ৪৮ কোটি টাকা।
আর এই তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন মুর্শিদাবাদের অরিজিৎ সিং। তিনি এবার ১৮ কোটি টাকা সরকারকে ইনকাম ট্যাক্স হিসাবে জমা দিয়েছেন। ২০২১-২২ অর্থ বর্ষের তুলনায় প্রায় তিনগুণ বেড়েছে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার পরিমাণ। অন্যদিকে সৌরভ গাঙ্গুলী এই বছর ১১ কোটি টাকা ইনকাম ট্যাক্স হিসাবে জমা করেছেন। আবার এই তালিকায় নাম রয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি ২.১ কোটি টাকা ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো এই তালিকায় নাম নেই টলিউডের কোন নায়ক নায়িকার।