নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে টেলিকম সংস্থা আপাদমস্তক পরিবর্তন এনেছে তার নাম হলো জিও (Jio)। মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা ভারতের প্রথম টেলিকম সংস্থা হিসেবে 4G পরিষেবা লঞ্চ করেছিল। তাদের তরফ থেকে এই পরিষেবা লঞ্চ করার পরই বদলে গিয়েছিল সমস্ত কিছু। মিলেছে সস্তায় ইন্টারনেট, সস্তায় আনলিমিটেড কল সহ বিভিন্ন সুবিধা।
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও কেবলমাত্র মোবাইল পরিষেবা দিয়েই থেমে থাকেনি। এর পাশাপাশি তারা প্রতিনিয়ত ভারতীয়দের নানান নানান পরিষেবা উপহার দিয়ে চলেছে। তারা ভারতীয়দের বাড়ি বাড়ি ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য লঞ্চ করেছে জিও ফাইবার। আর এসবের পর এবার ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছানোর জন্য বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে জিও এয়ার ফাইবার (Jio AirFiber)।
সংস্থার তরফ থেকে এখন জিও এয়ার ফাইবারকে গ্রাহকদের কাছে আরও জনপ্রিয় করে তোলার জন্য সম্প্রতি লঞ্চ করা হয়েছে Jio AirFiber Plus Dhan Dhana Dhan অফার। যে অফারের মাধ্যমে গ্রাহকদের এখন বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে। প্রথম সুবিধা হিসাবে এই অফার চলাকালীন গ্রাহকরা প্রথম ৫০ দিনের পরিষেবা পাবেন কোনরকম টাকা পয়সা ছাড়াই। অর্থাৎ বিনামূল্যেই প্রথম ৫০ দিন পরিসেবা প্রদান করা হবে।
আরও পড়ুন ? Jio AirFiber Offer: টাকা পয়সা ছাড়াই পরিষেবা, বাজার ধরতে AirFiber নিয়ে নতুন অফার আনল Jio
এর পাশাপাশি দ্বিতীয় যে অফার দেওয়া হচ্ছে সেই অফার অনুযায়ী, যে সকল নতুন গ্রাহকরা জিও এয়ার ফাইবার কানেকশন নেবেন তারা এবার এই অফার অনুযায়ী কোনরকম বাড়তি খরচ ছাড়াই তিনগুণ বেশি স্পিড পাবেন। অর্থাৎ তিনগুণ স্পিডে ডেটা পরিষেবা ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে নতুন এই অফারের মাধ্যমে। টানা দু’মাসের জন্য এমন সুবিধা দেওয়া হবে বলেই জানা যাচ্ছে সংস্থা সূত্রে।
Jio AirFiber Plus Dhan Dhana Dhan অফার খুব সীমিত সময়ের জন্য চলবে বলেই জানা যাচ্ছে আর এই অফার চলাকালীন যে সকল গ্রাহকরা জিও এয়ার ফাইবার কানেকশন নেবেন তারা 30 Mbps স্পিডের কানেকশন নিলে দু’মাসের জন্য 100 Mbps স্পিডে ইন্টারনেট পরিষেবার আনন্দ উপভোগ করতে পারবেন। এমনিতে 30 Mbps স্পিডের জন্য গ্রাহকদের প্রতি মাসে ৫৯৯ টাকা খরচ করতে হয় আর 100 Mbps স্পিডের জন্য ৮৯৯ টাকা খরচ করতে হয়। কিন্তু অফার চলাকালীন ৫৯৯ টাকাতেই ৮৯৯ টাকার স্পিড উপভোগ করা যাবে। এছাড়াও যে সকল গ্রাহকরা 100 Mbps প্ল্যান নেবেন তারা 300 Mbps প্ল্যান উপভোগ করতে পারবেন। একইভাবে 300 Mbps প্ল্যান নিলে 500 Mbps প্ল্যান উপভোগ করা যাবে। তবে এই অফার সবার জন্য নয় বলেও জানানো হয়েছে এবং অফার খুব সীমিত সময়ের জন্য।