Advertisements

এই স্টেশনে নেই প্রবেশ ও বাহির পথ, আশ্চর্য হলেও এখানে নিয়মিত দাঁড়ায় ট্রেন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগে বিশ্বের অধিকাংশ দেশেই পৌঁছে গিয়েছে রেল পরিষেবা (Rail)। বিশ্বের প্রতিটি দেশেই রেল পরিষেবা গণপরিবহনের মেরুদন্ড। রেল পরিষেবার ওপর ভর করে কোটি কোটি মানুষ যাতায়াত করেন। তারা এক স্টেশনে চড়েন এবং অন্য স্টেশনে নামেন।

Advertisements

রেল পরিষেবার ওপর ভর করে যেকোন স্টেশনে চড়া এবং নামার ক্ষেত্রে থাকে প্রবেশ এবং বাহির পথ। তবে বিশ্বে এমন একটি রেলস্টেশনের খোঁজ পাওয়া গিয়েছে যেখানে না আছে প্রবেশ, না আছে বাহির পথ। তবে আশ্চর্যের বিষয় হলো ওই স্টেশনটিতে নিয়মিত ট্রেন দাঁড়ায়। শুধু দাঁড়ায় বললেও ভুল হবে, কারণ পুরো ১০ মিনিট স্টপেজ দেয় ওই স্টেশনে।

Advertisements

যে স্টেশনের কথা বলা হচ্ছে সেই স্টেশনে যাত্রীরা আসার পর সেখানে অপেক্ষা করেন এবং পরে অন্য কোন ট্রেন অথবা ওই ট্রেনে চড়েই গন্তব্যের দিকে রওনা দেন। কারণ এই স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা নেই অথবা কারো প্রবেশ করারও রাস্তা নেই। এমন স্টেশনটি রয়েছে জাপানে। জাপানের সেইরিউ মিহারাশি স্টেশনে এই ভাবেই প্রতিদিন যাত্রীরা যাওয়া আসা করে থাকেন।

Advertisements

এমন আশ্চর্য স্টেশনটি রয়েছে জাপানের নিশিকি নদীর ধারে। নদীর ধার বেয়ে রয়েছে পাহাড় এবং জঙ্গলে ঘেরা। এসবের কারণেই এই স্টেশনটি সকলের কাছে আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই স্টেশনটি তৈরি করা হয়েছে পর্যটক থেকে যাত্রীদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য।

এই স্টেশনটি যাত্রীদের গন্তব্যের মাঝে পড়লেও এখানে আসা ট্রেনগুলি ১০ মিনিট দাঁড়ায়। এই সময়ের মধ্যে যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং নির্দিষ্ট সময়ে ফের ট্রেনে চড়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দেন।

Advertisements