কেমন দেখতে হবে বন্দে ভারত স্লিপার্স-এর অন্দরমহল! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রথম লুক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন রেল পরিষেবা। দিনে প্রায় এক কোটি মানুষ ট্রেনের ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এই ব্যাপক সংখ্যক মানুষের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ইত্যাদির কথা মাথায় রেখে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে নানান পরিবর্তন আনা হয়। সেই সকল পরিবর্তন আনতে গিয়েই রেলের উদ্ভাবনী ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

Advertisements

দেশীয় প্রযুক্তিতে তৈরি অন্যতম প্রিমিয়াম ট্রেন হিসাবে পরিচিত বন্দে ভারত এক্সপ্রেস এখন দেশের ৬৮টি রুটে যাতায়াত করছে। এই সকল রূপে পরিসেবা দিচ্ছে ৩৪ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। এসবের মধ্যেই এবার আসতে চলেছে বন্দে মেট্রো এবং বন্দে ভারত স্লিপারস। মূলত ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের পথ যাতায়াতের ক্ষেত্রে বন্দে ভারত স্লিপারস (Vande Bharat Sleepers) চালানো হবে।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার আগে যেমন সাধারণ মানুষদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না, ঠিক সেই রকমই বন্দে ভারত স্লিপারস নিয়েও কৌতূহলের শেষ নেই। এই ট্রেনের বাইরের লুক বন্দে ভারত এক্সপ্রেসের মতই হবে এমনটাই আশা করা হচ্ছে। তবে ভেতরের লুক কেমন হবে তা নিয়ে কৌতুহল সবচেয়ে বেশি। কেননা বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রেও দেখা গিয়েছে, প্রথমেই সকলকে চমকে দিয়েছিল ভিতরের পরিকাঠামো।

Advertisements

রেলের তরফ থেকে বন্দে ভারত স্লিপারস ট্রেনের বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন খুব তাড়াতাড়ি এই স্লিপারস ট্রেন আসবে। তবে রেলের তরফ থেকে ভিতরের পরিকাঠামো কেমন হবে তা এখনো প্রকাশ করা হয়নি। রেলের তরফ থেকে কিছু প্রকাশ করা না হলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে এবং দাবি করা হচ্ছে ঠিক এইরকমই হতে চলেছে বন্দে ভারত স্লিপারস-এর অন্দরমহল। শুধু তাই নয়, পাশাপাশি দাবি করা হচ্ছে, এটিই হলো বন্দে ভারত স্লিপারসের অন্দরমহলের প্রথম লুক।

সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি বন্দে ভারত স্লিপারস ট্রেনের অন্দরমহলের ছবি বলে দাবি করা হচ্ছে, সেই ছবির সত্যতা আমাদের তরফ থেকে যাচাই করা হয়নি। পাশাপাশি রেলের তরফ থেকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে যে ছবি ভাইরাল হয়েছে ঠিক সেই রকমই যদি বন্দে ভারত স্লিপারস ট্রেনের অন্দরমহল আগামী দিনে দেখতে পান দেশবাসীরা তাহলে এর থেকে চমক আর কিছু হতে পারে না। ভাইরাল হওয়া ছবিতে যা দাবি করা হচ্ছে তা যদি সত্যি হয় তাহলে ভারতীয় রেলের ইতিহাসে আরও এক যুগান্তকারী অধ্যায় স্বর্ণাক্ষরে লেখা হবে।

Advertisements