আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলেও ঘাবড়াবেন না, আগে জেনে নিন RBI-র নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালের ৮ নভেম্বর আশাকরি প্রত্যেকের মনে আছে। যেদিন সন্ধ্যা বেলায় হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরাতন ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করেন। এবার সেই স্মৃতিই ফিরল ২০২৩ সালের ১৯ মে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে শুক্রবার রাতে ২০০০ টাকার নোট (2000 notes) নিয়ে এমনই ঘোষণা করেন। আর এই ঘোষণার পর বহু নাগরিকের মাথায় নতুন করে বাজ পড়ে, ঘাবড়ে যান।

শুক্রবার রাতে মূলত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাজার থেকে দু’হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ঘোষণার পর থেকেই দেশের মানুষদের একাংশ কি করবেন খুঁজে পাচ্ছেন না। তবে এতটা ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। অন্ততপক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের নির্দেশিকাই যা জানিয়েছে তাতে স্পষ্ট।

অনেকেই এই বিষয়টিকে নোট বন্দি বলে দাবি করলেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন দাবি নস্যাৎ করা হয়েছে। কারণ তাদের তরফ থেকে জানানো হয়েছে, ২০০০ টাকার নোট কারো কাছে থাকলে এখনো তার ব্যবহার হবে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাওয়া যাবে এই সকল নোট বদলে নেওয়ার।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের প্রতিটি মানুষকে আশ্বাস দেওয়া হয়েছে তাদের কষ্টার্জিত অর্থ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এর পাশাপাশি জানানো হয়েছে যাতে কোনরকম গুজবে কান দেওয়া না হয় এবং কেউ যেন আতঙ্কিত হয়ে না পড়েন ও আতঙ্ক না ছড়ান।

কারো কাছে যদি ২০০০ টাকার নোট থেকে থাকে তিনি এখন যেমন সেই নোট ব্যবহার করতে পারবেন, ঠিক সেই রকমই চাইলে ২৩ মে থেকে তা বদলে নিতেও পারবেন। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, নোট বদল করার ক্ষেত্রে একসঙ্গে ২০০০ টাকা পর্যন্ত জমা করতে পারবেন গ্রাহকরা।