নিজস্ব প্রতিবেদন : আগামী ১৪ অক্টোবর অর্থাৎ শনিবার রয়েছে দেবীপক্ষের সূচনা। ঐদিন মহালয়ার (Mahalaya) মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা ঘটবে। মহালয়ায় বাঙালিরা বিভিন্ন ধরনের প্ল্যান করে থাকেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানও। মহালয়ার সকাল থেকেই নির্দিষ্ট সূচি মেনে শুরু হয় তর্পণ। যে কারণে ওই দিন আবহাওয়া কেমন থাকবে তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আর সেই জরুরী বিষয়টি জেনে কাজের প্ল্যান করে নেওয়া দরকার।
এমনিতে গত কয়েকদিন ধরেই লক্ষ্য করা গিয়েছে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত্যের কারণে দফায় দফায় ভিজেছে দক্ষিণবঙ্গ (South Bengal)। দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভেজার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। তবে তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক বেশি হওয়ায় স্বাভাবিক জনজীবন একপ্রকার ব্যাহত হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে মহালয়ায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা জেনেই প্ল্যান করা দরকার।
মূলত বৃষ্টি থামতেই গত দুদিন ধরে দক্ষিণবঙ্গে তরতরিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। একদিকে যেমন চড়া রোদ রয়েছে, ঠিক সেই রকমই আবার রয়েছে ভ্যাপসা গরম। আর এসবের পরিপ্রেক্ষিতে ফের একবার দক্ষিণবঙ্গের বাসিন্দারা নাজেহাল অবস্থায় পড়তে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মূলত আকাশ পরিষ্কার থাকবে।
দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার এবং আগামী কয়েক দিন বৃষ্টির তেমন কোন সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। আগামী দু’দিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। ফলে মনে করা হচ্ছে মহালয়ার দিনও দক্ষিণবঙ্গ শুষ্ক এবং উত্তরবঙ্গ হালকা বৃষ্টিতে ভিজতে পারে।
এরই সঙ্গে সঙ্গে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। বর্ষা এবার বিদায় নিতে শুরু করেছে পূর্ব ভারত থেকে। সুতরাং এমন পরিস্থিতিতে আপাতত বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। এক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা হতে পারে কেবলমাত্র নিম্নচাপের প্রভাবে। আবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নিম্নচাপের সম্ভাবনাও এখন নেই। তবে নিম্নচাপ যে এখন ঘনীভূত হবেই না এমন কথাও বলা সম্ভব নয়।