নিজস্ব প্রতিবেদন : এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বিবাহ বিচ্ছেদ হল অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick)। তার প্রথম বিয়ে হয়েছিল অনিন্দিতা দাসের সঙ্গে, সেই সংসার ভেঙ্গে যাওয়ার পর কাঞ্চন নতুন সংসার বেঁধেছিলেন পিঙ্কির (Pinky Banerjee) সঙ্গে। তবে কাঞ্চন পিঙ্কির সংসারও বেশি দিন ঠিকভাবে চলেনি। গত কয়েক বছর আগেই তাদের সংসার ভেঙে যায়, আর এবার হয়ে গেল আইনি বিচ্ছেদ (Divorce of Kanchan Pinky)।
দুজনের মধ্যে বনিবনা না হওয়ার পর তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন একে অপরের থেকে বিচ্ছেদ নেওয়ার জন্য। তবে তাদের মধ্যে এমন বনিবনা না হওয়ার পিছনে তৃতীয় ব্যক্তি হিসেবে শ্রীময়ীকেই অনেকে দায়ী করে থাকেন। সে যাই হোক আদালতের দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে অবশেষে তাদের আইনি বিচ্ছেদে শিলমোহর পড়েছে। অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক জানিয়েছেন, গত ১০ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়েছে।
কাঞ্চন এবং পিঙ্কির দাম্পত্য জীবনে কলহ শুরু হয় ২০২১ সাল থেকে। সেই সময় পিঙ্কি অভিযোগ করেছিলেন, তার স্বামী অর্থাৎ কাঞ্চন মল্লিক শ্রীময়ীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে রয়েছেন। যদিও পিঙ্কির সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন শ্রীময়ী। এছাড়াও কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ এনেছিলেন পিঙ্কি। এরপরই তারা বিচ্ছেদ হওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে এই বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় এখন কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে নানান প্রশ্ন ঘোরাফেরা করছে।
কেউ বলছেন, আইনি বিচ্ছেদের মধ্য দিয়ে কাঞ্চন ও শ্রীময়ীর পথের কাঁটা দূর হয়ে গেল। এখন শুধু দেখার পালা। অন্যদিকে অনেকেরই প্রশ্ন, তাহলে কি ৫৩ বছর বয়সী কাঞ্চন ফের নতুন পথচলা শুরু করবেন? অন্যদিকে অনেকের মধ্যেই এই ডিভোর্স নিয়ে আরও একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে, যেমন কাঞ্চন পিঙ্কির সন্তান ওশ কার কাছে থাকবে? এই ডিভোর্সের জন্য কাঞ্চন মল্লিককে কত টাকা খরপোষ হিসাবে দিতে হলো পিঙ্কিকে?
অপ্রাপ্তবয়স্ক ওশের দায়িত্ব আদালতের তরফ থেকে পিঙ্কির হাতেই দেওয়া হয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে, এই ডিভোর্সের জন্য কাঞ্চন মল্লিককে ৬০ লক্ষ টাকা খরচ করতে হয়েছে। অর্থাৎ খরপোষ হিসাবে কাঞ্চন মল্লিককে পিঙ্কি ব্যানার্জিকে দিতে হয়েছে ৬০ লক্ষ টাকা। তবে খরপোষের টাকার বিষয়ে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক অথবা তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জি কেউই মুখ খোলেননি।