LPG GST Share Details: একটি রান্নার গ্যাস সিলিন্ডার থেকে কত টাকা লাভ করে রাজ্য, কত কেন্দ্র!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে এখন বাংলার শাসক দল তৃণমূল এবং বিজেপির নেতা-নেত্রীদের মধ্যে বারবার রান্নার গ্যাস (LPG) নিয়ে নানান তরজা দেখা যাচ্ছে। তখনই শুভেন্দু অধিকারীকে দাবি করতে দেখা যাচ্ছে, বিজেপি রাজ্যে সরকারে এলে যে টাকায় (সস্তায়) রান্নার গ্যাস দেওয়া হবে তা ভাবতেও পারা যাবে না। আবার শুভেন্দু অধিকারীর এই দাবির পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জিকে।

Advertisements

সম্প্রতি অভিষেক ব্যানার্জি ভোট প্রচারের একটি সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, যদি বিজেপি আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে দেশের প্রতিটি মানুষকে রান্নার গ্যাস দেবে বলে জানায় তাহলে তৃণমূল ৪২টি আসন থেকে নিজেদের প্রার্থী তুলে নেবে। অর্থাৎ তৃণমূল আর প্রতিদ্বন্দ্বিতা করবে না। অভিষেক ব্যানার্জীর এই মন্তব্যের পাশাপাশি আবার বিজেপির রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্যকে পাল্টা দিয়ে বলতে শোনা যায়, ‘তৃণমূল সরকার রান্নার গ্যাস থেকে ট্যাক্স বাবদ যা রোজগার করছে তা আগে ছেড়ে দিক।’

Advertisements

রান্নার গ্যাস নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই যে তরজা চলছে, সেই তরজার পরিপ্রেক্ষিতে এখন সাধারণ মানুষদের মধ্যে কৌতুহলের শেষ নেই। এই তরজার মধ্যেই রান্নার গ্যাস নিয়ে যে কৌতুহল দানা বাঁধতে শুরু করেছে তা হল, সাধারণ মানুষদের ঘরে ঘরে জায়গা করে নেওয়া রান্নার গ্যাস সিলিন্ডার থেকে কত টাকা লাভ (LPG GST Share Details) করে রাজ্য সরকার, কত টাকা লাভ করে কেন্দ্র সরকার?

Advertisements

আরও পড়ুন ? Innovative way to Save Gas: LPG বাঁচানোর সহজ উপায়! গৃহবধূর নয়া টিপস মুহূর্তে ভাইরাল

একটি ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের যে দাম সাধারণ মানুষদের দিতে হয়, সেই দামের উপর জিএসটি লাগু রয়েছে। যে জিএসটি থেকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারই রোজগার করে থাকে। অনেকেই মনে করেন, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে মোটা অংকের টাকা কেন্দ্র সরকার রোজগার করে আর সামান্য কিছু টাকা রাজ্য সরকার রোজগার করে। অনেকেই আবার দাবি করেন ঠিক এর উল্টোটা অর্থাৎ রাজ্য সরকার বেশি পায়, কেন্দ্র সরকার কম!

তবে এই ধরনের ধারণা যাদের মধ্যে রয়েছে তাদের সেই ধারণা বদলে ফেলতে হবে। কারণ একটি ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে মোট ৫ শতাংশ জিএসটি লাগু করা হয়ে থাকে। যেখান থেকে ২.৫% জিএসটি রাজ্য সরকারের এবং ২.৫% জিএসটি কেন্দ্র সরকারের। হিসেব অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই সমান লাভ করে। এক্ষেত্রে যদি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯৫২ টাকা হয়, তাহলে কেন্দ্র সরকার পাবে ২২.৬৭ টাকা, একইভাবে রাজ্য সরকারও পাবে ২২.৬৭ টাকা।

Advertisements