নিজস্ব প্রতিবেদন : রেশন দুর্নীতি মামলায় জোরদার তদন্ত শুরু হতেই দেখা যায় ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তিনি গ্রেপ্তার হওয়ার পর তার নামে বেনামে বিভিন্ন সম্পত্তি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এদিকে তার সম্পত্তি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হওয়ার পাশাপাশি টানাটানি শুরু হয় তার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে (Priyadarshini Mallick) নিয়েও। কেননা তার নামেও রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি।
জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শী নিয়ে ৩.৩৭ কোটি টাকার সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি কিভাবে এত টাকার সম্পত্তি করলেন তার উত্তরে তিনি জানিয়েছিলেন টিউশন পড়িয়ে। টিউশন পড়িয়ে ৩.৩৭ কোটি টাকার সম্পত্তি নিয়ে প্রশ্নের শেষ নেই। তবে এসবের মধ্যেই অনেকেরই জানতে ইচ্ছে করছে, কত দূর পড়াশোনা করেছেন প্রিয়দর্শিনী অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা কি!
জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিকের লিঙ্কড ইন প্রোফাইল থেকে জানা যাচ্ছে, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেছিলেন। সেখান থেকেই তিনি পেয়েছিলেন পিএইচডি ডিগ্রী। তার গবেষণার বিষয়বস্তু ছিল তুলসী পাতা। তুলসী পাতা থেকে কিভাবে ওষুধ তৈরি করা যেতে পারে সেই নিয়েই তিনি গবেষণা করেছিলেন। তুলসী পাতা সহজে পাওয়া যায় এবং এই সহজলভ্য গাছের পাতাকে কাজে লাগিয়ে কিভাবে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে প্রদাহ কমানোর ক্ষেত্রে কতটা কার্যকরী তা নিয়েই তিনি গবেষণা করেছেন।
অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিককে নিয়ে বিতর্ক শুধু তার সম্পত্তিতে নয়। এছাড়াও বিতর্ক তৈরি হচ্ছে তাকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে বসানো নিয়েও। তবে যারা এই বিতর্কে মাথা গলাচ্ছেন তারা অনেকেই জানেন না জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক কেবলমাত্র একজন মন্ত্রী কন্যা নন, পাশাপাশি তিনি একজন অধ্যাপিকা এবং গবেষণার সঙ্গেও যুক্ত।
প্রিয়দর্শিনী মল্লিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা আশুতোষ কলেজের পূর্ণ সময়ের একজন অধ্যাপিকা। এর পাশাপাশি তিনি যুক্ত ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গেও। তিনি ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তার বিষয় হল মাইক্রোবায়োলজি, লাইফ সাইন্স, ভাইরোলজি, ইমিউনোলজি ও মেডিক্যাল মাইক্রোবায়োলজি। তবে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর রেশন দুর্নীতি মামলায় যে সমস্ত ভুয়ো সংস্থার খোঁজ পাওয়া যাচ্ছে সেগুলির সঙ্গেও প্রিয়দর্শিনী মল্লিকের যোগ রয়েছে বলে জানা যাচ্ছে ইডি সূত্রে।