Anupam Roy’s Third Marriage: অনুপমের তিন নম্বর, প্রশ্মিতার দুই! কারা কারা ছিলেন দুজনের প্রাক্তন

নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর দ্বিতীয় বিয়ের মাস তিনেক কাটতে না কাটতেই ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক অনুপম রায় (Anupam Roy)। অনুপম রায় এই নিয়ে তৃতীয়বারের (Anupam Roy’s Third Marriage) জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তিনি এবার বিয়ে করতে চলেছেন গায়িকা প্রশ্মিতা পালকে (Prashmita Paul)। তবে প্রশ্মিতা পালেরও এই বিয়ে প্রথম নয়, এর আগেও তার বিয়ে হয়েছিল। চলুন একবার দেখে নিই দুজনের প্রাক্তন কারা?

অনুপম রায়ের প্রথম বিয়ে হয়েছিল তার এক সহপাঠীর সঙ্গে। অনুপম রায় যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তখন তার এক সহপাঠীর সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং তার সঙ্গে প্রেমালাপ হয়। পরবর্তীতে তারা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং বিয়ে করে বেঙ্গালুরুতে একসঙ্গে থাকা শুরু করেন। দুজনের সুখের সংসার কয়েক বছরের জন্য স্থায়ী হওয়ার পর সেই সংসার ভেঙে যায়। এরপরই অনুপম রায়ের এন্ট্রি হয় গানের জগতে।

প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অনুপম রায়ের সঙ্গে পরিচয় হয় সমাজকর্মী তথা গায়িকা পিয়া চক্রবর্তীর। দুজনের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে শুরু করলে শেষ পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তারা দুজনে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে তাদের দুজনের সংসারও বেশিদিন টেকেনি। তাদের দুজনের মধ্যে বিচ্ছেদের পর পিয়া চক্রবর্তী গত বছর নভেম্বর মাসে পরমব্রতর সঙ্গে নতুন সংসার বাঁধেন।

আরও পড়ুন 👉 অনুপমের এই গানে ছিলেন শুধুই পিয়া! আজ অন্য ঘরে যেতেই আফসোস গায়কের

এবার যদি প্রশ্মিতা পালের কথা বলা যায় তাহলে তিনি কলকাতারই মেয়ে। লরেটো কলেজে পড়াশোনা করার পাশাপাশি তার স্কুল জীবনেও কেটেছে কলকাতাতেই। কম্পিউটার সাইন্স নিয়ে মাস্টার্স করার পর তিনি সংগীত জগতে পা রাখেন এবং একের পর এক হিট গান শোনা গিয়েছে তার গলা থেকে। সূত্র জানা যাচ্ছে, অনুপমের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলা প্রশ্মিতার শৌণক নামে এক ব্যক্তির সঙ্গে প্রথম বিয়ে হয়। তিনি ছিলেন পেশায় চিকিৎসক।

তবে প্রশ্মিতার সঙ্গে তার প্রথম স্বামীর সংসার ভেঙে যায় মাত্র মাস চার পাঁচেকের মধ্যেই। মাত্র কয়েক মাসের মধ্যে সংসার ভেঙে যাওয়ার পিছনে নাকি ছিল প্রশ্মিতার প্রথম স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। তবে এসবকে অতীত করে আগামী ২ মার্চ অনুপম রায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। একই ইন্ডাস্ট্রিতে থাকার ফলে তাদের দুজনের পরিচয় অনেক দিনের হলেও প্রেমের সম্পর্ক এক বছর ধরে তৈরি হয়েছে বলেই জানা যাচ্ছে।