New Pension Scheme: বেতনের ৫০ শতাংশ পেনশন থেকে নতুন নতুন সুবিধা মিলবে নতুন পেনশন স্কিমে

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ নতুন না পুরাতন, কোন পেনশন স্কিম বেছে নেবেন তা নিয়ে দীর্ঘ সময় ধরে দোলাচলে রয়েছেন সরকারি কর্মচারীরা। এমনকি পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনতে হবে এমন দাবি নিয়েও বিভিন্ন সময় আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। এসবের মধ্যেই নতুন পেনশন স্কিম বা নীতিতে (New Pension Scheme) সিলমোহর দিলো কেন্দ্র। নতুন পেনশন স্কিমে বেতনের ৫০ শতাংশ পেনশন দেওয়া থেকে শুরু করে আরও একাধিক সুবিধার কথা তুলে ধরেছে কেন্দ্র।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন পেনশন নীতির নাম দেওয়া হয়েছে ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme)। এই নতুন নীতির ক্ষেত্রে কি কি সুবিধা দেওয়া হবে তা সম্পর্কে শনিবার সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যেখানে সুযোগ সুবিধা সম্পর্কে জানানোর কাছাকাছি তিনি জানিয়েছেন, ২৩ লক্ষ সরকারি কর্মচারী নতুন এই নীতির ফলে উপকৃত হবেন।

Advertisements

পুরাতন যে পেনশন নীতি রয়েছে তার থেকে নতুন পেনশন নীতি সম্পূর্ণ আলাদা। কেননা নতুন পেনশন নীতিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন কত হবে তা পুরোপুরিভাবে নির্ভর করবে ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর কর্মজীবনের উপর। এই নীতির ফলে সরকারি কর্মচারীরা উপকৃত হবেন বলেই মনে করছে কেন্দ্র।

Advertisements

আরও পড়ুন : Toto Viral Video: চালক ছাড়াই চলছে টোটো, আবার বেছে বেছে ধাক্কাও মারছে পথ চলতিদের

যদি কোন সরকারি কর্মচারী ২৫ বছর ধরে চাকরি করে থাকেন তাহলে তিনি তার বেসিক পে অর্থাৎ বেসিক বেতনের ৫০ শতাংশ পেনশন পাবেন। এক্ষেত্রে ওই সরকারি কর্মচারীর অবসর গ্রহণের শেষ ১২ মাসের বেসিক পে দেখা হবে। এর পাশাপাশি পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবার ৬০ শতাংশ পেনশন পাবে। অর্থাৎ ওই পেনশনভোগী যে পেনশন পেতেন তার ৬০ শতাংশ দেওয়া হবে পরিবারকে। এর পাশাপাশি নতুন পেনশন নীতিতে যা বলা হয়েছে তাতে কোন সরকারি কর্মচারী যদি মাত্র ১০ বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দেন তাহলেও তিনি প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেনশন পাবেন।

নতুন পেনশন নীতি অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম এবং পুরাতন পেনশন নীতি অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম দুটিই চালু থাকবে। সরকারি কর্মচারীরা দুটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। নতুন পেনশন স্কিম চালু হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, যদি কেউ ইউনিফাইড পেনশন স্কিম বেছে নেন তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেনশনের পরিমাণ বাড়বে। যারা এই মুহূর্তে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় রয়েছেন তারাও চাইলে নতুন নীতিতে আসতে পারেন।

Advertisements