চালু হচ্ছে হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস, কখন ছাড়বে, ভাড়া কত!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কোনায় কোনায় স্বপ্নে ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে ভারতীয় রেলের (Indian Railways)। সেই লক্ষ্য পূরণে নেমে বিভিন্ন রুটে একের পর এক বন্দে ভারত চালু করা হচ্ছে। বাংলার বুকে এখন একটি বন্দে ভারত চলছে আর সেটি চলাচল করে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া।

Advertisements

এবার বাংলার বুকে দ্বিতীয় বন্দে ভারতের পালা। দ্বিতীয় বন্দে ভারত হাওড়া থেকে পুরী যাতায়াত করবে। আগামী সোমবার অর্থাৎ ১৫ মে এই নতুন ট্রেনটির উদ্বোধন হবে। হাওড়া থেকে পুরী এবং পুরী থেকে হাওড়া বন্দে ভারতের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

Advertisements

যা জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই বাংলার দ্বিতীয় এবং উড়িষ্যার প্রথম বন্দে ভারতের উদ্বোধন হবে। যদিও এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থাকবেন নাকি ভার্চুয়ালি উদ্বোধন করবেন তা এখনো স্পষ্ট নয়। তবে এই ট্রেনটির উদ্বোধন হবে পুরি অথবা ভুবনেশ্বর স্টেশন থেকে। নতুন বন্দে ভারত উদ্বোধনের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ যাত্রীদের মধ্যে কৌতুহল যাচ্ছে এই ট্রেনের সময়সূচী এবং ভাড়া নিয়ে।

Advertisements

হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ১৬ মে থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। হাওড়া থেকে সকাল ৬:২০ নাগাদ ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেবে এবং পুরি পৌঁছাবে দুপুর ১২ টা ৩৫ নাগাদ। পুরি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে দুপুর ১:৫০ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছাবে রাত ৮:৩০ মিনিটে। ট্রেনটিতে রয়েছে ১৪ টি এসি চেয়ারকার এবং দুটি এক্সিকিউটিভ চেয়ারকার।

এখন প্রশ্ন হল এই ট্রেনের টিকিটের জন্য কত খরচ করতে হবে যাত্রীদের। টিকিট ভাড়া হিসাবে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে প্রিমিয়াম ট্রেন হিসেবে ভাড়া কম বেশি হয়ে থাকে। সেই হিসাবে অনুমান করা হচ্ছে, হাওড়া থেকে পুরী এসি চেয়ারকারের জন্য ভাড়া হতে পারে ১৫০০ টাকার কাছাকাছি এবং এক্সিকিউটিভ চেয়ারকাটের জন্য ভাড়া হতে পারে ২৭০০ টাকার কাছাকাছি।

Advertisements