Underwater Metro Fare: সামনের সপ্তাহেই চালু হচ্ছে গঙ্গার নিচে মেট্রো, দেখে নিন হাওড়া থেকে বিভিন্ন স্টেশনের ভাড়া

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহেই ছুটবে দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো (Underwater Metro)। দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো হাওড়া ময়দান থেকে ছুটতে শুরু করবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে আগামী বুধবার ছুটবে গঙ্গার নিচের এই মেট্রো পরিষেবা।

Advertisements

হাওড়া ময়দান থেকে গঙ্গার নিচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা নিয়ে হাওড়া ও কলকাতার পাশাপাশি বিভিন্ন জায়গার মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই। যে সকল কৌতুহল রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভাড়া। ইতিমধ্যেই হাওড়া থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের কত ভাড়া পড়বে সেই তালিকার প্রকাশ করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা অনুযায়ী হাওড়া থেকে কত পড়বে মেট্রো ভাড়া (Underwater Metro Fare)?

Advertisements

হাওড়া থেকে হাওড়া ময়দান মেট্রোয় যাওয়ার জন্য ভাড়া দিতে হবে মাত্র ৫ টাকা। হাওড়া থেকে মহাকরণ ভাড়া ১০ টাকা। হাওড়া থেকে এসপ্ল্যানেড ভাড়া ১০ টাকা। হাওড়া থেকে দক্ষিণেশ্বর ভাড়া ৩০ টাকা। হাওড়া থেকে বরাহনগর এবং নোয়াপাড়া ভাড়া পড়বে ৩০ টাকা। হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার ২৫ টাকা। হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড ভাড়া করবে ২০ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Underwater Metro Mobile Network: ইন্টারনেট থেকে মোবাইল নেটওয়ার্ক, গঙ্গার নিচে মেট্রো পরিষেবা নিয়ে বড় আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ

হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনী চক, পার্কস্ট্রিট এবং ময়দানের জন্য ভাড়া দিতে হবে ১৫ টাকা। হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক যাওয়ার জন্য ভাড়া দিতে হবে ২০ টাকা। হাওড়া থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার এবং নেতাজি পর্যন্ত ভাড়া পড়বে ২৫ টাকা। হাওড়া থেকে মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম এবং কবি সুভাষ পর্যন্ত ভাড়া পড়বে ৩০ টাকা।

এছাড়াও হাওড়া থেকে সত্যজিৎ রায় স্টেশনের ভাড়া পড়বে ৩৫ টাকা। হাওড়া থেকে জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত মেট্রো স্টেশন পর্যন্ত ভাড়া পড়বে ৪০ টাকা। হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত ভাড়া পড়বে ৫০ টাকা এবং হাওড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া পড়বে ৪০ টাকা।

Advertisements