নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় ৮০০০ এর কাছাকাছি রেল স্টেশন থেকে ১২ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন ছেড়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। এই বিপুল সংখ্যক ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। আবার সেই সকল ভাগের মধ্যে রয়েছে নতুন নতুন প্রিমিয়াম ট্রেন। নতুন নতুন প্রিমিয়াম ট্রেনের তালিকা রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস ইত্যাদি।
ভারতীয় রেল যে সকল প্রিমিয়াম ট্রেন বিভিন্ন রুটে চালিয়ে থাকে তার সবটাই বাংলার কপালে জুটেছে। এমনকি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পরই প্রথম দুটির একটি পেয়ে যায় বাংলা। শুধু বাকি ছিল তেজস এক্সপ্রেস (Tejas Express)। এবার এই বাকিটুকুও পূরণ করে দেওয়া হল রেলের তরফ থেকে। রেলের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়ার ফলে এবার বাংলা থেকেই তেজস এক্সপ্রেসে চড়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দিল্লি।
সম্প্রতি রেলের তরফ থেকে ২০৫০১/২০৫০২ আগরতলা-আনন্দবিহার টার্মিনাল-আগরতলা দুটি তেজস রাজধানী এক্সপ্রেস চালু করা হয়েছে। এই ট্রেন দুটি সাপ্তাহিক ট্রেন। এই ট্রেন দুটি আগরতলা থেকে আনন্দবিহার টার্মিনাল অথবা আনন্দ বিহার টার্মিনাল থেকে আগরতলা যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি এবং মালদা টাউন রেল স্টেশনে স্টপেজ দেবে। এর ফলেই যাত্রীরা এবার তেজস এক্সপ্রেসে চড়ে সোজা দিল্লি যেতে পারবেন।
আরও পড়ুন ? Tejas Express: ৩৩ ঘন্টার রাস্তা ১৯ ঘণ্টায়! এবার বাংলা থেকেই তেজস এক্সপ্রেসে চড়ার সুযোগ
রেলের তরফ থেকে নতুন এই ট্রেনটি চালু করার পাশাপাশি মালদা টাউন রেলস্টেশনের যাত্রীদের জন্য আলাদাভাবে সিট সংরক্ষণের ব্যবস্থাও করেছে। মালদা টাউন থেকে আনন্দবিহার টার্মিনালের উদ্দেশ্যে প্রতি সপ্তাহের মঙ্গলবার দুপুর ৩:১০ মিনিটে ট্রেনটি রওনা দেবে। অন্যদিকে প্রতি সপ্তাহের বুধবার ট্রেনটি আনন্দবিহার টার্মিনাল থেকে মালদা টাউন এবং আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে সন্ধ্যা ৭:৫০ মিনিটে।
তেজস এক্সপ্রেস ট্রেনটিতে সমস্ত রকম সুবিধা দেওয়া হবে যাত্রীদের। এই ট্রেন চড়ে মালদা টাউন থেকে আনন্দবিহার টার্মিনাল যাওয়ার জন্য 3A এর ভাড়া পড়বে ৩০৪৫ টাকা, 2A এর ভাড়া পড়বে ৪১৮০ টাকা এবং 1A এর ভাড়া পড়বে ৫২১৫ টাকা। অন্যদিকে ফেরার পথে 3A এর ভাড়া পড়বে ৩১৪০ টাকা, 2A এর ভাড়া পড়বে ৪২৭৫ টাকা এবং 1A এর ভাড়া পড়বে ৫৩২০ টাকা।