Madhyamik and HS Result: এপ্রিলে বেরোচ্ছে না, মে মাসের এইদিন বেরোবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) আর শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। অন্যদিকে ১৬ ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর তা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। আগে আগে পরীক্ষা হওয়ার কারণে এবার ফলাফলও (Madhyamik and HS Result) আগেই বের হবে এমনটা প্রথম থেকেই আশা করা হচ্ছিল।

প্রথম থেকে আশা করা হচ্ছিল, হয়তো এপ্রিল মাসেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এমনকি তাদের তরফ থেকে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার জন্য সমস্ত প্রস্তুতি সেরেও রাখা হয়েছে। তবে অপেক্ষা ছিল সরকারের গ্রিন সিগন্যালের। অবশেষে সেই গ্রিন সিগন্যাল পাওয়া গেল, তবে এপ্রিল নয় মে মাসে বের হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মে মাসের ২ তারিখ প্রকাশ করা হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অন্যদিকে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ৮ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরই অনলাইনে পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট দেখতে পাবে। এছাড়াও স্কুল থেকে রেজাল্টও দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন 👉 Higher Secondary New Rules: উচ্চমাধ্যমিকের পাশ ফেলের নতুন নিয়ম, নয়া ঘোষণা সংসদের, সুবিধা পাবে পরীক্ষার্থীরা

মাধ্যমিক পরীক্ষার ফলাফল wbresults.nic.in ওয়েবসাইটে দেখা যাবে। এর পাশাপাশি আরও বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলির মাধ্যমেও পরীক্ষার্থীরা নিজেদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও WB 10roll number -এই ফর্ম্যাটে 56070/56263 নম্বরে এসএমএস করেও নম্বর জানা যাবে।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে www.wbchse.wb.gov.in ও www.wbresults.nic.in ওয়েবসাইটে। এই দুটি ওয়েবসাইট ছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখা যাবে। পাশাপাশি WB12 এবং তারপর একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে 5676750 বা 58888 নম্বরে টেক্সট মেসেজ করলেও পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।