নবান্নে নতুন ক্যান্টিন ‘খাদ্যছায়া’, থাকছে এই সকল স্পেশাল খাবার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের মূল প্রশাসনিক ভবনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরিয়ে নিয়ে যান নবান্নে (Nabanna)। মূল শহরের কেন্দ্র থেকে কিছুটা দূরে গঙ্গা তীরে তৈরি করা হয় এই বিল্ডিং। যেখানে ১৪ তলা ভবনটিকে নিজের মত করে সাজিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

Advertisements

দীর্ঘ কয়েক বছর পথ চলার পর এবার এই নবান্নে তৈরি হল নতুন একটি ক্যান্টিন (Nabanna Canteen)। নবান্নে তৈরি হওয়া ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে খাদ্যছায়া (KhadyaChhaya)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যান্টিনের নাম দিয়েছেন এবং মঙ্গলবার সুন্দর অন্দরসজ্জা বিশিষ্ট এই ক্যান্টিনটির দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী।

Advertisements

এখানে বাঙালি থেকে চাইনিজ সব ধরনের সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার পাওয়া যাবে। এর পাশাপাশি এখানে রয়েছে অর্গানিক ঘি, মধু, চা এবং বিভিন্ন ধরনের মিষ্টি। এখানে নিরামিষ এবং আমিষ দুই ধরনের থালি পাওয়া যাবে। নবান্নের এই ক্যান্টিনে খাওয়া-দাওয়া করার জন্য খরচ হবে ৫৫ টাকা থেকে ৮০ টাকা।

Advertisements

নবান্নে যে সকল কর্মীরা কর্মরত তাদের জন্য এই ক্যান্টিন খুবই জরুরী ছিল এবং সেই জরুরীর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্টিনটি তৈরি করার নির্দেশ দেন। তারপরই এই ক্যান্টিন তৈরি করা হয়। ক্যান্টিনের অন্দরসজ্জা সুন্দরভাবে সাজিয়ে তোলার পাশাপাশি নবান্নে বিপুল সংখ্যক কর্মীদের কথা মাথায় রেখে একসঙ্গে ৪৪ জনের বসার বন্দোবস্ত করা হয়েছে।

মঙ্গলবার নবান্নে এমন নতুন ক্যান্টিন উদ্বোধন করার সময় রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থসচিব মনোজ পন্থ, পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য, পঞ্চায়েত দফতরের পি উলগানাথন। এই ক্যান্টিনটি চালাবেন বাছাই করা ২৫ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য।

Advertisements