Abhijit Gangopadhyay’s Property Details: ২০২২-২৩-এ রোজগার বেড়ে প্রায় দ্বিগুণ! এখন কত টাকার মালিক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : কারো কাছে ভগবান, আবার কারো কাছে অন্য কিছু, এমন ব্যক্তিটি হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। প্রাক্তন এই বিচারপতির এক কলমে অনেকেই সুবিচার পেয়েছেন, যার পর থেকে অনেকেই তাকে ভগবান মনে করেন। তবে তিনি আচমকা বিচারবিভাগীয় ব্যবস্থা থেকে অবসর নিয়ে রাজনীতিতে আসার পর বিষয়টি অনেকটাই জলঘোলা হয়ে যায়। অনেকেই তার রাজনীতিতে আগমনকে স্বাগত জানিয়েছেন দাবি করেছেন এমন আরও অনেক মানুষের ভারতের রাজনীতিতে পদার্পণ করা দরকার। আবার অনেকে কাছেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া খারাপ চোখে নিয়েছেন।

বিজেপিতে যোগ দেওয়ার পর তাকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়। প্রার্থী করার পর তিনি শনিবার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন হলফনামা। যে হলফনামায় দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বার্ষিক রোজগার অনেকটাই বেড়েছিল। ২০১৮-১৯ অর্থবর্ষে তুলনায় তা ছিল প্রায় দ্বিগুণ।

২০১৮-১৯ অর্থবর্ষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রোজগার ছিল ৩১ লক্ষ ৬ হাজার ৩৩৬ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার ছিল ৩৫ লক্ষ ৬২ হাজার ৪৪০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার ছিল ৩৮ লক্ষ ৮৪ হাজার ২১ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে রোজগার ছিল ৪২ লক্ষ ১৬ হাজার ১৮ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে রোজগার ছিল ৫৯ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন 👉 Abhijit Gangopadhyay on Debangshu: ‘খেলা হলে খেলা হবে!’, দেবাংশুকে ‘ডেপো ছোকরা’ বলে তারপর কি হবে বোঝালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ১৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও রয়েছে আটটি শেয়ার। পাশাপাশি রয়েছে এলআইসিতে বিনিয়োগ। তার নামে রয়েছে একটি গাড়ি, ৭৫ হাজার টাকার আংটি, ১২ লক্ষ টাকার আইনের বই। আর এই সমস্ত কিছু মিলিয়ে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭ লক্ষ ২১ হাজার ১৫২.৩৫ টাকা।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে হাওড়াতে বেশ কিছু পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে। এছাড়াও কলকাতায় রয়েছে একটি ফ্ল্যাট। এছাড়া আর কোন স্থাবর সম্পত্তির উল্লেখ করেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর এইসব মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ আনুমানিক ১ কোটি ৫৫ লক্ষ ৩৪ হাজার ৪৭২ টাকার। এই সমস্ত কিছুর পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে রয়েছে ৫০ লক্ষ ৭৭ হাজার ৬৫৪ টাকার ঋণ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১৯৯১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি উত্তীর্ণ।