BRA তো সব মেয়েদেরই পরতে হয়, কিন্তু ফুল ফর্ম কি? ৯৯% মেয়েরাই জানেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা বিশ্বে কম নয়। কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। তবে সোশ্যাল মিডিয়ায় একই ধরনের পোস্ট, ভিডিও অথবা ছবি দেখতে দেখতে অনেকেই তিতিবিরক্ত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন এবং প্রশ্ন ভাইরাল হচ্ছে। সেই সকল প্রশ্নের মধ্যে বেশ কিছু রয়েছে সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন, আবার বেশ কিছু প্রশ্ন মানুষের কৌতূহল নিয়ে।

Advertisements

ঠিক সেই রকমই একটি প্রশ্ন এখন ঘোরাফেরা করছে, আর সেই প্রশ্নটি হল BRA -র ফুল ফর্ম কি? BRA অধিকাংশ মেয়েরাই ব্যবহার করে থাকেন অর্থাৎ পরে থাকেন। কিন্তু শুনলে আপনিও আশ্চর্য হবেন, এর ফুল ফর্ম ৯৯% মহিলারাই জানেন না। তবে কুণ্ঠিত হওয়ার কিছু নেই, কারণ আজ আমরা আমাদের এই প্রতিবেদনে এর ফুল ফর্ম জানাতে চলেছি।

Advertisements

১) কোন রঙের পোশাক পরলে সবচেয়ে বেশি গরম অনুভূত হয়?
উত্তর : কালো।
২) ভারতের কোন রাজ্যকে দেশের হৃদয় বলা হয়?
উত্তর : মধ্য প্রদেশ।
৩) মানুষের শরীরের দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলা হয়?
উত্তর : তন্ত্র।
৪) ভারতীয় একজন বিমান চালক করতে পাইলটের বেতন কত?
উত্তর : মাসিক ২ লক্ষ টাকা।

Advertisements

৫) কোন দেশে ভিডিও গেম খেলা নিষিদ্ধ?
উত্তর : গ্রীস।
৬) হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : হায়দ্রাবাদ মসি নদীর তীরে অবস্থিত।
৭) ‘আরাম হারাম হে’, কে এই শ্লোগান দিয়েছিলেন?
উত্তর : জহরলাল নেহেরু।
৮) ভারতের কোন নদীতে হীরে পাওয়া যায়?
উত্তর : কৃষ্ণা।
৯) মানুষের মৃত্যুর পর তার ওজন কত কমে যায়?
উত্তর : ২১ গ্রাম।
১০) হরিণের নাচ ভারতের কোন দেশে দেখা যায়?
উত্তর : মণিপুর।

১১) ভারতের কোন শহরটি কেবলমাত্র একদিনের জন্য রাজধানী হয়েছিল?
উত্তর : এলাহাবাদ।
১২) কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত হয়?
উত্তর : নরওয়ে।
১৩) কোন দেশে সবচেয়ে বেশি সোনার ব্যবহার হয়?
উত্তর : ভারত।
১৪) ক্যাপসুলের আবরণ কি দিয়ে তৈরি হয়?
উত্তর : সেলুলোজ।
১৫) BRA-র ফুল ফর্ম কি?
উত্তর : Breast Resting Area।

Advertisements