নিজস্ব প্রতিবেদন : ২৪ এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামার হুঁশিয়ারি দিয়েছে। শুধু হুঁশিয়ারি নয় ইতিমধ্যেই তাদের তরফ থেকে বিজেপির বিরোধী অধিকাংশ রাজনৈতিক দলকে আনা হয়েছে এক ছাদের তলায় এবং যার নাম দেওয়া হয়েছে I.N.D.I.A.। এখন এই বিজেপি বিরোধী জোট নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য উঠেপড়ে নেমেছে।
তবে সদ্য সমাপ্ত হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, যাকে অধিকাংশ রাজনীতিকরা লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল বলে উল্লেখ করছিলেন, সেই সেমিফাইনালে কংগ্রেস এবং I.N.D.I.A. জোট রীতিমত ভরাডুবির মুখোমুখি। এই নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় তিনটি রাজ্যের শাসক দলে পরিণত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো I.N.D.I.A. জোটের অন্যতম মুখ কংগ্রেসের হাত থেকে রাজস্থান এবং ছত্তিশগড় ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই ফলাফলের পরেই এখন বিজেপি বিরোধী জোট নিয়ে নানান নতুন নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সদ্য সমাপ্ত হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আগামী ৬ ডিসেম্বর I.N.D.I.A. জোটের একটি বৈঠক রয়েছে বলে সূত্রের খবর। I.N.D.I.A. জোটের যারা সবচেয়ে উল্লেখযোগ্য মুখ তাদের মধ্যে যেমন রয়েছেন রাহুল গান্ধী, ঠিক সেই রকমই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নীতিশ কুমার, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়ালের মতো রাজনীতিকরা। কিন্তু ৬ ডিসেম্বরের এই বৈঠকের বিষয়ে নাকি কোন রকম খবরই দেওয়া হয়নি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এই বিষয়টি সামনে আসার পরই I.N.D.I.A. জোট নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। ৬ ডিসেম্বরের বৈঠক প্রসঙ্গে মমতা ব্যানার্জি জানিয়েছেন, তাকে কোনরকম খবর দেওয়া হয়নি। এমনকি বৈঠক নিয়ে ফোন পর্যন্ত আসেনি। অভিষেক ব্যানার্জিও একই কথা জানিয়েছেন। নিজের বাসভবনে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগের এই I.N.D.I.A. জোটের বৈঠকে স্বাভাবিকভাবেই থাকছেন না মমতা অথবা অভিষেক। এখানেই জোটের ভবিষ্যৎ নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর পাশাপাশি তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির কারণ হিসাবে তৃণমূলের তরফ থেকে কংগ্রেসের স্ট্র্যাটিজিকেই দায়ী করা হয়েছে। তাদেরকে এই দোষারোপ করছে বাংলার শাসক দল। লোকসভা নির্বাচনের আগে এমন সব ঘটনা দেখে সাধারণ মানুষদের মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে কি সবই ছিল হম্বিতম্বী! তাহলে কি লোকসভা ভোট আসার আগেই ভেঙে চুরমার হতে চলেছে I.N.D.I.A. জোট! যদিও এখনই সমস্ত কিছু পরিষ্কার নয়, এই জোটের ভবিষ্যৎ জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দেশের মানুষদের।