দুর্গা পুজোয় রেলের একদিনের রোজগার কত জানেন! টাকার অঙ্কটা রীতিমতো চমকে দেওয়ার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা এমন এক পরিষেবা, যার উপর ভর করে প্রতিদিন অন্ততপক্ষে দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বিপুল সংখ্যক এই মানুষকে স্বাচ্ছন্দে এবং নিরাপত্তার সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেল (Indian Railways) দিনের পর দিন তা নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।

Advertisements

প্রতিদিনের মতো উৎসবের মরশুম এলেই দেখা যায় অন্যান্য গণপরিবহনের মতো রেল পরিষেবার চাহিদাও কয়েকগুণ বৃদ্ধি পায়। রেল পরিষেবার চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার আন্দাজ করে আগে থেকেই হাওড়া, শিয়ালদা সহ বিভিন্ন ডিভিশনে পূর্ব রেলের তরফ থেকে বাড়তি ট্রেন ঘোষণা করা হয়েছে। আর এই সকল ট্রেন ঘোষণা করতেই রীতিমত পোয়াবারো রেলের। পুজোর একদিনেই রেলের যে রোজগার হয়েছে তার রীতিমত সবাইকে চমকে দিয়েছে।

Advertisements

পুজোর সময় রেলের রোজগার সম্পর্কে চতুর্থীর দিনের একটি হিসাব সামনে এসেছে। যে হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে, গত বছরের রোজগারকে ছাপিয়ে গিয়েছে এই বছর। কেবলমাত্র চতুর্থীর দিন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে ১৯ লক্ষ ৭৬ হাজারের বেশি যাত্রী ট্রেনে চড়েছিলেন। ঐদিন রেলের কেবলমাত্র শিয়ালদা ডিভিশন থেকে রেলের রোজগার হয়েছে প্রায় দু’কোটি টাকা। পরিমাণ হলো ১ কোটি ৮০ লক্ষ ৬৪ হাজার ৩৩৫ টাকা।

Advertisements

গত বছরের পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যায়, চতুর্থীর দিন শিয়ালদা ডিভিশনে প্রায় ১৬ লক্ষ ৯১ হাজার যাত্রী টিকিট কেটেছিলেন। যা থেকে রেলের আয় হয়েছিল দেড় কোটি টাকার কিছু বেশি। সেই জায়গায় এবার আয় প্রায় দুই কোটি টাকা। এই হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় এই বছর শিয়ালদা ডিভিশন অনেক বেশি রোজগার করতে সক্ষম হয়েছে।

Advertisements