চিনে ভারতের ১০০ টাকার বদলে কত পাওয়া যায়! বেড়াতে গেলে ফকির হতে হবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা (Tourist) বছরের বিভিন্ন সময় বিদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকেন। বিদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকার তালিকায় নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, লন্ডন ইত্যাদি দেশ থাকলেও, চিনে খুব কম মানুষ বেড়াতে যান। সেখানে দেখার মত অনেক কিছু থাকলেও তাদের বিভিন্ন পলিসি ভারতীয়দের মনে ধরে না। আবার আরও একটি কারণ রয়েছে, আর সেটি হল অর্থনীতি।

Advertisements

চিন (China) বর্তমানে আর্থিক সংকটের মধ্যে পড়ার কারণে তাদের GDP দিন দিন নিম্নমুখী। একদিকে যখন চীনের রপ্তানি কমছে ঠিক সেই সময়ে আবার ভারতের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবেই ভারতের জিডিপি এখন যে জায়গায় পৌঁছাতে শুরু করেছে তাতে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছেন খুব তাড়াতাড়ি চীন বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশের তকমা হারাবে এবং ভারত পঞ্চম স্থান থেকে উঠে আসবে তৃতীয় স্থানে।

Advertisements

বিশেষজ্ঞদের এমন অনুমান কতটা সঠিক হয় তা ভবিষ্যৎ বলবে। তবে এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী ভারতের ১০০ টাকায় কত চিনা ইউয়ান (INR to Chinese Yuan) পাওয়া যায় তা নিয়ে কম কৌতুহল নেই সাধারণ মানুষদের মধ্যে। আসলে এখনো যে পরিস্থিতি ধরে রেখেছে চীন তাতে ভারতীয় মুদ্রা তাদের ইউয়ানের কাছে অনেকটাই ছোট। যে কারণে যদি কেউ চিনে বেড়াতেও যান তাহলে চোখের নিমেষে তার পকেট ফাঁকা হয়ে যেতে পারে।

Advertisements

আরও পড়ুন ? 5 Trillion dollars Economy: ভেবেই ঘুম উড়ছে চীনের! এই প্রথম এত বড় লাফ দিতে চলেছে ভারতের অর্থনীতি!

বর্তমানে ভারতীয় মুদ্রায় ১০০ টাকার পরিবর্তে চীনের পাওয়া যায় মাত্র ৮.৫২। স্বাভাবিকভাবেই চীনাদের মুদ্রা অনেক বেশি শক্তিশালী ভারতীয় মুদ্রার তুলনায়। এছাড়াও যেখানে ভারতীয়দের এক আমেরিকান ডলার পেতে এখন ৮৩.০৯ টাকা খরচ করতে হচ্ছে, সেই জায়গায় চিনাদের খরচ করতে হয় মাত্র ৭.১১ ইউয়ান। সুতরাং সবদিক বিচার বিবেচনা করে চীনাদের অর্থনীতি এখনও অনেক এগিয়ে ভারতের তুলনায়। তাদের ধরতে হলে এখনো অনেক লড়াই করতে হবে ভারতীয় অর্থনীতিকে তা নিয়ে কোন সন্দেহ নেই।

চীনে যে সকল ইউয়ান পাওয়া যায় সেগুলি হল ১, ৫, ১০, ২০। এগুলি ছোট ইউয়ান। অন্যদিকে মাঝারি যেসব ইউয়ান রয়েছে সেগুলি হল ১০০, ২০০, ৫০০। এছাড়াও চীনের সবচেয়ে বড় ইউয়ান হলো পাঁচ হাজার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ হাজার ৬৯১ টাকা। বিশ্বের খুব কম দেশেই এত বড় অংকের নোটের প্রচলন রয়েছে।

Advertisements