শ্যামলি দাস: ২০২৪ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট সোনাপ্রেমীদের জন্য সুখবর হয়ে দাঁড়িয়েছে। কেননা জুলাই মাসের কেন্দ্রীয় এই বাজেটে সোনার উপর শুল্ক অনেকটাই কমানোর ঘোষণা করা হয়। শুল্ক কমানোর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই হু হু করে কমতে শুরু করে সোনার দাম। আর এই সোনার দাম কমতে শুরু করতেই বাজারে শুরু হয় চাহিদা। তবে সোনার দাম কমলেও যা খুশি তাই নয় অর্থাৎ ইচ্ছেমতো বাড়িতে সোনা (Gold Stock) কিনে যত খুশি রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
বাড়িতে কাঁচা সোনা কিনে রাখা থেকে শুরু করে সোনার গয়না সবকিছুকেই সোনার স্টক হিসাবে ধরা হয়ে থাকে। আর এমন উপায়ে সোনা মজুত রাখার ক্ষেত্রে ভারত সরকারের নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভারত সরকারের এই সকল নিয়ম ভারতীয় নাগরিকরা মেনে চলছেন কিনা তার উপর নজরদারি রাখে আয়কর দপ্তর। এক্ষেত্রে কোথাও কোনো রকম অসন্তোষ দেখা দিলেই জারি হয় নোটিশ।
আয়কর দপ্তরের তরফ থেকে ভারতীয় নাগরিকদের জন্য বাড়িতে সোনা মজুত রাখার ক্ষেত্রে নির্দিষ্ট কোন পরিমাণ বেঁধে দেওয়া হয়নি। তবে আয়কর দপ্তরকে না জানিয়ে বাড়িতে সোনা মজুত রাখার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোন ব্যক্তি বাড়িতে যত খুশি সোনা মজুত রাখতে পারেন, কিন্তু সেই তথ্য অবশ্যই আয়কর দপ্তরের কাছে থাকতে হবে। উত্তরাধিকার সূত্রে হোক অথবা উপহার, সোনার পরিমাণ বেশি হলেই তা আয়কর দপ্তরে জানাতে হবে।
আরও পড়ুন ? Gold Price: সোনার দামে শেষ হতে চলেছে সুখের দিন, নতুন পথে সোনার দাম বাড়াতে চলেছে কেন্দ্র
আয়কর দপ্তরকে না জানিয়ে বা কোন তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও বাড়িতে সোনা রাখা যায়। সেক্ষেত্রে সেই সোনা তখনই বৈধ হিসাবে গণ্য হবে যখন কোন পুরুষের কাছে থাকা সোনার পরিমাণ ১০০ গ্রাম বা তার কম হয়। এর চেয়ে বেশি থাকলেই তার তথ্য প্রমাণ থাকতে হবে। একজন অবিবাহিত মহিলার ক্ষেত্রে এই একই নিয়মে মজুত সোনার পরিমাণ হতে হবে ২৫০ গ্রাম বা তার কম। বিবাহিত মহিলা হলে এই পরিমাণ বেড়ে হয়ে যায় ৫০০ গ্রাম।
এছাড়াও সোনার গয়না মজুতের উপর সরকার কর আদায় করতে পারে। যদিও কোন কোন ক্ষেত্রে আবার ছাড় রয়েছে। যেমন উত্তরাধিকার সূত্রে পাওয়া, কৃষি থেকে উপার্জিত সোনা, পারিবারিক সঞ্চয়ের ক্ষেত্রে মজুত থাকা সোনার উপর কোন কর দিতে হয় না। তবে যদি আবার কেউ সোনা কিনে তা তিন বছরের মধ্যে বিক্রি করে দেন তাহলে সে ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটেল গেইন অনুযায়ী কর যোগ্য হয়ে দাঁড়ায়। তিন বছরের বেশি মজুত ও বিক্রির ক্ষেত্রে তার লং টার্ম ক্যাপিটেল গেইন অনুযায়ী কর ধার্য করা হয়।