Majherhat metro timing and fare: জোকা-মাঝেরহাট লাইনে কতক্ষণ পরপর চলবে মেট্রো, কত হবে ভাড়া

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বুধবার কলকাতাকে নতুন প্রাণ দিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেননা তার হাত দিয়েই এদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা (Kolkata Metro) চালু হওয়ার পাশাপাশি ভার্চুয়ালি উদ্বোধন হল নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে তারাতলা মেট্রোর মাঝেরহাট পর্যন্ত অংশের পরিষেবা। যদিও এদিন উদ্বোধন হলেও বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়নি। তবে খুব তাড়াতাড়ি তা শুরু হয়ে যাবে।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে একসঙ্গে কলকাতায় তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন কলকাতাকে নতুন প্রাণ দিল তা নিয়ে বলার অপেক্ষা রাখে না। কেননা এই মেট্রো পরিষেবার ওপর ভর করেই কলকাতার বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে তিলোত্তমায় আসা মানুষদের বড় অংশ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। মেট্রোয় যাতায়াত যেমন খরচ কমায়, ঠিক সেই রকমই অনেকটা সময়ও কমিয়ে দেয়।

Advertisements

এদিনের এই মেগা উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হলে অর্থাৎ মাঝেরহাট স্টেশন চালু হলেই জোকা থেকে এসপ্ল্যানেড করিডরে মেট্রোর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে বলেই জানা যাচ্ছে। মেট্রোর সংখ্যা দ্বিগুণ হওয়ার পাশাপাশি মেট্রো পরিষেবার ক্ষেত্রে সময়ের ব্যবধান কমে যাবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কলকাতা মেট্রোর তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে কলকাতা মেট্রো সূত্রে মেট্রো পরিষেবার সময় এবং ভাড়া (Majherhat metro timing and fare) প্রসঙ্গে যা জানা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

আরও পড়ুন ? Howrah Maidan to Esplanade Metro: উদ্বোধন হলো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোর, ৩ নজির গড়ল বাংলা

বাণিজ্যিকভাবে পরিষেবা চালু হওয়ার পর জোকা এসপ্ল্যানেড করিডরের পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত প্রতিদিন অন্ততপক্ষে ৪৮ টি মেট্রো চলবে বলেই জানা যাচ্ছে। এই ৪৮ টি মেট্রো মধ্যে ২৪টি আপ ও ২৪টি ডাউন পরিষেবা দেবে। আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত ২৪ টি মেট্রো অর্থাৎ ১২টি আপ, ১২টি ডাউন পরিসেবা দেয়। এক্ষেত্রে সময়ের ব্যবধান রয়েছে ৪০ মিনিট। কিন্তু আগামী দিনে মেট্রোর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সময়ের ব্যবধান কমে দাঁড়াবে ২০ মিনিট। তবে মেট্রো পরিষেবার ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি নাও করা হতে পারে। এক্ষেত্রে সকাল ৮:৫৫ মিনিট থেকে বিকেল ৪:৫৫ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। শনিবার ও রবিবার পরিষেবা মেলেনা।

জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডরের পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে তারাতলা এবং তারাতলা থেকে জোকা যাতায়াতের জন্য ভাড়া দিতে হয় ২০ টাকা। এই লাইনের এটিই সর্বোচ্চ ভাড়া। তবে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোদমে চালু হয়ে যাওয়ার পরেও ভাড়ায় কোন পরিবর্তন আনা হবে না বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া ২০ টাকাতেই যাতায়াত করা যাবে। তবে মাঝেরহাট পর্যন্ত পরিষেবা শুরু হলে মেট্রো পরিষেবা দেওয়ার সময়ও বাড়াতে হবে বলেই মনে অধিকাংশরা।

Advertisements