Kanchanjunga Express Accident Helpline: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় হতাহত অনেক, পরিজনরা থাকলে ফোন করুন এইসব নম্বরে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ফের একবার বড় রেল দুর্ঘটনার মুখে ভারতীয় রেল (Indian Railways)। বালাসোরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর সোমবার সকালে দুর্ঘটনার প্রবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নতুন করে রেলের বড় ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। এই দুর্ঘটনা ফের একবার করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতিকে ফিরিয়েছে।

Advertisements

সোমবার নির্ধারিত সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছানোর পর রাঙাপানি ও নিচবাড়ি স্টেশনের মাঝে ট্রেনটি দুর্ঘটনায় কবলে পড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। যে দুর্ঘটনার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছনে থাকা তিনটি কামরা মালগাড়ির উপর উঠে ছিটকে পড়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন এবং মারা গিয়েছেন ৫ জন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে।

Advertisements

এদিন যেভাবে দুর্ঘটনা বাঁধে তাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছনের তিনটি কামরার মধ্যে দুটি কামরা পার্সেল কামরা না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেত তা নিয়ে কোন সন্দেহ নেই। তিনটি কামরার মধ্যে ছিল কেবল একটি যাত্রীবাহী কামরা। তবে এরপরেও এত সংখ্যক মানুষের আহত হওয়া এবং মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়া রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। আহত যাত্রীদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আনা হয়েছে চিকিৎসার জন্য।

Advertisements

আরও পড়ুন ? Kanchanjunga Express Accident Reason: কত গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? ঠিক কী কারণে ভয়াবহ দুর্ঘটনা? মুখ খুলল রেল

অন্যদিকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ার পরই রেলের তরফ থেকে হেল্পলাইন (Kanchanjunga Express Accident Helpline) চালু করা হয়েছে। হাওড়া, শিয়ালদা, কাটিহার, গুয়াহাটির মতো বিভিন্ন স্টেশনে চালু করা হয়েছে হেল্পলাইন। রেলের তরফ থেকে ঐ সকল স্টেশনের জন্য যে হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে সেগুলিতে ফোন করে ট্রেনে থাকা পরিজনদের বিষয়ে খোঁজ নিতে পারবেন আত্মীয়-স্বজনরা।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যে সকল হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেগুলি হল ১৩১৭৪। অন্যদিকে স্টেশন ভিত্তিক যে সকল হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেগুলি হল হাওড়া: হাওড়া স্টেশনের হেল্পডেস্ক নম্বর: 03326413660, শিয়ালদা: 033-23508794 ও 033-23833326।, হাওড়া স্টেশনের এনকোয়ারি নম্বর: 03326402242 ও 03326402243, গুয়াহাটি: 03612731621, 03612731622 ও 03612731623, আলুয়াবাড়ি রোড: 8170034235, কিষানগঞ্জ: 7542028020 ও 06456-226795, ডালখোলা: 8170034228, বারসোই: 7541806358, শামসি: 03513-265690 ও 03513- 265692, নিউ বঙ্গাইগাঁও: 9435021417 ও 9287998179, কাটিহার: 09002041952 ও 9771441956 এবং লামডিং: 03674263958, 03674263831, 03674263120, 03674263126 ও 03674263858।

Advertisements