নিজস্ব প্রতিবেদন : সামনেই লোকসভা ভোট, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দেশের মানুষেরা। কেননা ভোট এলেই সরকার সাধারণ মানুষদের জন্য জনদরদি হয়ে ওঠে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেও এমনটাই হতে দেখা যাচ্ছে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারগুলিকে। ইতিমধ্যেই লোকসভা ভোটের আগে সরকারগুলির তরফ থেকে সাধারণ মানুষদের স্বস্তি দিতে নানান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর সেই তালিকায় এবার দাম কমলো পেট্রোল-ডিজেলের (Petrol Diesel)।
গত কয়েকদিন ধরেই কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে নাগরিকদের বেতন, ভাতা ইত্যাদি বৃদ্ধি করে মুখে হাসি ফোটানো হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, দাম কমানো হয়েছে রান্নার গ্যাস থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের। আর সেই রকমই এবার পেট্রোল ও ডিজেলের দাম কমালো কেন্দ্র।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা করেন। তার ঘোষণা অনুযায়ী লিটার প্রতি ২ টাকা করে দাম কমানো হয়েছে। নতুন দাম (Petrol Diesel New Price) শুক্রবার অর্থাৎ ১৫ মার্চ সকাল ৬টা থেকে গোটা দেশে কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর এমন ঘোষণার ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ মানুষদের মধ্যে। ভোটের আগে মুখে হাসি ফুটতে দেখা যাচ্ছে যানবাহন চালক থেকে মালিকদের মধ্যে।
পেট্রোল এবং ডিজেলের ওপর ২ টাকা করে লিটার প্রতি দাম কমার ফলে নতুন দিল্লিতে যেখানে পেট্রোলের ছিল ৯৬.৭২ টাকা, সেই জায়গায় এখন দিতে হবে ৯৪.৭২ টাকা। মুম্বাইয়ে দাম ছিল ১০৬.৩১ টাকা, এখন খরচ করতে হবে ১০৪.২১ টাকা। কলকাতায় দাম ছিল ১০৬.০৩ টাকা, এখন খরচ করতে হবে ১০৪.০৩ টাকা। চেন্নাইয়ে দাম ছিল ১০২.৬৩ টাকা, এখন খরচ করতে হবে ১০০.৮৫ টাকা। যদিও দামের ক্ষেত্রে কয়েক পয়সার এদিক-ওদিক হয়ে থাকে বিভিন্ন জেলার ক্ষেত্রে।
Oil Marketing Companies (OMCs) have informed that they have revised Petrol and Diesel Prices across the country. New prices would be effective from 15th March 2024, 06:00 AM.
Reduction in petrol and diesel prices will boost consumer spending and reduce operating costs for over… pic.twitter.com/FlUSdtg2Vi
— Ministry of Petroleum and Natural Gas #MoPNG (@PetroleumMin) March 14, 2024
একইভাবে দাম কমার পর দিল্লিতে আগে যেখানে লিটার প্রতি ডিজেলের পিছনে খরচ করতে হতো ৮৯.৬২ টাকা, এখন সেই জায়গায় খরচ করতে হবে ৮৭.৬২ টাকা। মুম্বাইয়ে খরচ করতে হতো ৯৪.২৭ টাকা, এখন খরচ করতে হবে ৯২.১৫ টাকা। কলকাতায় লিটার প্রতি দাম ছিল ৯২.৭৬ টাকা, এখন খরচ করতে হবে ৯০.৭৬ টাকা। চেন্নাই আগে খরচ হতো ৯৪.২৪ টাকা, এখন খরচ হবে ৯২.৩৪ টাকা।