Amit Shah Latest Property: রয়েছে ৩টি মামলা, নেই একটিও গাড়ি! কত টাকার মালিক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কত টাকার মালিক, কি কি সম্পত্তি (Amit Shah Latest Property) রয়েছে তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল থাকবে এটাই স্বাভাবিক। যদিও বিজেপি সরকারের তরফ থেকে প্রতিবছর তাদের নেতা মন্ত্রীদের সম্পত্তির পরিমাণ প্রকাশ করা হয়। আর ভোট এলে সম্পত্তির পরিমাণ জানা আরও সহজ হয়ে যায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন হলফনামা। যে হলফনামা থেকে জানা যাচ্ছে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনটি অপরাধমূলক মামলা রয়েছে। যে সকল মামলার কথা তিনি উল্লেখ করেছেন হলফনামায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলফনামায় যা যা উল্লেখ করেছেন তা থেকে জানা যাচ্ছে, তার নিজের নামে কোন গাড়ি নেই। তিনি তার আয়ের উৎস হিসাবে সাংসদ হিসাবে পাওয়া বেতন উল্লেখ করেছেন এবং আয়ের আরেক উৎস হিসাবে উল্লেখ করেছেন বাড়ি ভাড়া ও জমি জমা থেকে প্রাপ্ত ভাড়া। এছাড়াও শেয়ার মার্কেট থেকেও অমিত শাহ রোজগার করে থাকেন বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন 👉 Mahua Moitra 2024 Property Details: ৮০ লাখি হিরের আংটি, ২ লাখি ব্যাগ! কত টাকা রোজগার তৃণমূলের মহুয়া মৈত্রের

বিভিন্ন খাতে বিনিয়োগ, অলংকার ইত্যাদি মিলিয়ে অমিত শাহের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকা। এছাড়াও বাড়িঘর, জমিজমা ইত্যাদি মিলিয়ে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি টাকা। বিপুল পরিমাণ এই সম্পত্তির পাশাপাশি অমিত শাহের মাথায় রয়েছে বিপুল পরিমাণ ঋণের বোঝা। তার মাথায় থাকা মোট ঋণের পরিমাণ ১৫ কোটি ৭৭ লক্ষ টাকা। অন্যদিকে অমিত শাহের স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২ কোটি ৪৬ লক্ষ টাকা। অমিত শাহের স্ত্রীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৯ কোটি টাকা। তার মাথায় থাকা মোট ঋণের পরিমাণ ২৬ লক্ষ ৩২ হাজার টাকা।

অমিত শাহের কাছে যে পরিমাণ অলংকার রয়েছে তার মূল্য ৭৫ লক্ষ ৯ হাজার টাকা। অন্যদিকে তার স্ত্রীর কাছে থাকা মোট অলংকারের বাজার মূল্য ১ কোটি ১০ লক্ষ টাকা। যার মধ্যে ১৬২০ গ্রাম সোনা এবং ৬৩ ক্যারেট হীরের অলংকার রয়েছে। অমিত শাহ ২০২২-২৩ অর্থবর্ষেই রোজগার করেছেন ৭৫ লক্ষ ৯ হাজার টাকা এবং তার স্ত্রী রোজগার করেছেন ৩৯ লক্ষ ৫৪ হাজার টাকা।