নিজস্ব প্রতিবেদন : এক কথায় হাজার হাজার টাকা ঠকাচ্ছিলেন সিকিমের গাড়িচালকরা। অন্ততপক্ষে সিকিম সরকারের তরফ থেকে এবার গাড়ি ভাড়া (Sikkim Govt Taxi Fare) বেঁধে দেওয়ার পরিপ্রেক্ষিতে সেই রহস্য সামনে এসেছে। এমনকি নতুন যে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে সেই ভাড়ার তালিকা দেখলে আগে যারা সিকিম ঘুরতে গিয়ে ঠকেছেন তারা মাথা ঠুকবেন। সিকিম সরকারের তরফ থেকে এবার এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য গ্যাংটক থেকে ছাঙ্গুলেক, বাবা ধাম, গুরুদংবার, নাথুলা পাস, নিউ জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে কত ভাড়া দিতে হবে সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
সিকিম সরকারের তরফ থেকে সম্প্রতি এমন তালিকা প্রকাশ করার পিছনে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া একটি চিঠি। পর্যটকদের তরফ থেকে বারংবার অভিযোগ করার পরিপ্রেক্ষিতেই নড়েচড়ে বসে কেন্দ্র সরকার এবং তার পরই তারা সিকিম সরকারকে ওই চিঠি দেয়। এরপর সিকিম সরকারের পর্যটন বিভাগ দফায় দফায় বৈঠক করে গাড়ি ভাড়া বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সরকারের তরফ থেকে সিকিম থেকে সমস্ত টুরিস্ট স্পট, এমনকি পর্যটকদের তরফ থেকে রিটার্ন করার জন্য কোথায় যেতে কত টাকা ভাড়া দিতে হবে সবকিছু নতুন করে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। সেই পুরো ভাড়ার তালিকা আমরা আজ আপনাদের এই প্রতিবেদনে দিতে চলেছি। এক্ষেত্রে পরবর্তীতে যদি কেউ সিকিম ট্যুরে যান তাহলে ভাড়ার তালিকা দেখে তবেই গাড়িচালকদের ভাড়া দেবেন, অন্যথায় আবারও আপনাদের ঠকতে হবে।
পুরো ভাড়ার তালিকা
সিকিম সরকারের তরফ থেকে গাড়ি চালকদের জন্য যে ভাড়া বেঁধে দেওয়া হয়েছে সেই ভাড়ার বাইরে অর্থাৎ বাড়তি ভাড়া যদি কেউ চেয়ে থাকেন তাহলে অভিযোগ জানানোর জন্য তিনটি নম্বর দেওয়া হয়েছে। এক্ষেত্রে সরাসরি পর্যটন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন করতে হবে ৯৪৩৪১৮২১৭৮ নম্বরে। পুলিশের চেকপোষ্টের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন করতে হবে ৭৯০৮০৮১১২৭ নম্বরে। পরিবহন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন করতে হবে ৯৪৩৪১৩৬৮৫১ নম্বরে।
সিকিম সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোন গাড়িচালক সরকারি নির্দেশিকা অমান্য করে পর্যটকদের থেকে বেশি ভাড়া নিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৮, কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৯ এবং সিকিম মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৯১ অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। সুতরাং নতুন ভাড়ার তালিকা সামনে আসার ফলে পর্যটকদের একদিকে যেমন সিকিম ট্যুরের খরচ অনেক কমে যাবে, ঠিক সেই রকমই এবার স্পষ্ট, এর আগে কত কত টাকা বেশি খরচ করতে হয়েছে সেই বিষয়টিও।