নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থা (Ration) এমন একটি মধ্য দিয়ে দেশ এবং রাজ্যের বহু মানুষের পেটে অন্ন জোটে। যে কারণে এই ব্যবস্থাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। তবে এত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি পরিষেবার ক্ষেত্রেও সময়ের পরিপ্রেক্ষিতে নানান দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগের পাশাপাশি রেশন ডিলারদের বিরুদ্ধেও খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগ তুলতে দেখা যায় গ্রাহকদের। এই সকল ঘটনা গরিবের পেটে লাথি মারার মতই। তবে যাতে এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে গরিবদের পেটে লাথি না পড়ে তার জন্য প্রতি মাসেই পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য সরবরাহ দপ্তরের তরফ থেকে কোন রেশন কার্ডে কি পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে সেই তালিকা প্রকাশ করা হয়। সেইমতো দেখে নেওয়া যাক নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে?
সিঙ্গুর স্পেশাল প্যাকেজ : সিঙ্গুর স্পেশাল প্যাকেজ হিসাবে প্রত্যেক উপভোক্তাকে মাথাপিছু ১৬ কেজি করে চাল দেওয়া হবে।
আয়লা : আয়লা স্পেশাল প্যাকেজের আওতায় যে সকল উপভোক্তারা রয়েছেন তারাও সিঙ্গুর স্পেশাল প্যাকেজের মত মাথাপিছু ১৬ কেজি করে চাল পাবেন।
টোটো : ৮ কেজি চাল এবং ৩ কেজি গম দেওয়া হবে এই স্পেশাল প্যাকেজ এর মাধ্যমে। যদি গম না থাকে তাহলে তার পরিবর্তে চাল দেওয়া হবে।
চা বাগান : পরিবার পিছু ২১ কেজি করে চাল এবং ১৪ কেজি করে গম পাবেন চা বাগান স্পেশাল প্যাকেজের আওতায় রয়েছেন যে সকল উপভোক্তারা। যদি আটা নেওয়া হয় সে ক্ষেত্রে পরিবার পিছু ১৩.৩ কেজি আটা দেওয়া হবে।
পাহাড় : এই স্পেশাল প্যাকেজের আওতায় যে সকল উপভোক্তাদের AAY কার্ড রয়েছে তারা ওই কার্ডের ভিত্তিতে যে রেশন সামগ্রী পাবেন। এছাড়াও বাড়তি ৬ কেজি চাল এবং ৫ কেজি গম পাবেন। যদি এই প্যাকেজের আওতায় থাকা উপভোক্তাদের RKSY I রেশন কার্ড থাকে তাহলে তিনি বাড়তি ৪ কেজি চাল এবং ২ কেজি গম পাবেন।
জঙ্গলমহল : যে সকল উপভোক্তাদের AAY রেশন কার্ড রয়েছে তারা জঙ্গলমহল প্যাকেজ হিসাবে বাড়তি ৮ কেজি চাল এবং ৩ কেজি গম পাবেন। যাদের PHH রেশন কার্ড রয়েছে তারা বাড়তি ৬ কেজি চাল পাবেন। অন্যদিকে যাদের RKSY I রেশন কার্ড রয়েছে তারা বাড়তি ৬ কেজি চাল পাবেন।
AAY : এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে এমন উপভোক্তারা নভেম্বর মাসে পাবেন পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম। গমের পরিবর্তে আটা দেওয়া হলে পাওয়া যাবে ১৩.৩ কেজি।
PHH/SPHH : নভেম্বর মাসে এই দুই ক্যাটাগরির রেশন কার্ড যে সকল উপভোক্তাদের রয়েছে তারা মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি করে গম দেওয়া হবে। গমের পরিবর্তে আটা দেওয়া হলে পাওয়া যাবে মাথাপিছু ১.৯ কেজি।
RKSY I : এই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এমন উপভোক্তারা মাথাপিছু ২ কেজি করে চাল এবং ৩ কেজি করে গম পাবেন নভেম্বর মাসে।
RKSY II : এই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে যে সকল উপভোক্তাদের তারা মাথাপিছু ১ কেজি করে চাল এবং ১ কেজি করে গম পাবেন নভেম্বর মাসে।
অন্যদিকে নভেম্বর মাসে ছট পুজো রয়েছে। এক্ষেত্রে ছট পুজোর জন্য স্পেশাল কোন প্যাকেজ ঘোষণা করা হয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। কেননা রাজ্য সরকার উৎসবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় স্পেশাল বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করে থাকে।