নিজস্ব প্রতিবেদন : আমেরিকার মুদ্রা অর্থাৎ মার্কিন ডলারকে আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক লেনদেনের সময় মান হিসাবে ধরা হয়ে থাকে। যে কারণে অনেকের মধ্যেই ধারণা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার। কিন্তু এমনটা যারা ভেবে থাকেন তারা একেবারেই ভুল। মুদ্রার লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারকে মাধ্যম হিসেবে ধরা হয়ে থাকলেও তাদের মুদ্রা কিন্তু বিশ্বের শক্তিশালী মুদ্রা (Currency) নয়।
রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে বিশ্বের ১৮০ টি দেশের মুদ্রাকে লেনদেনের জন্য স্বীকৃতি দিয়েছে। কিন্তু এই ১৮০টি দেশের মুদ্রার মান কখনোই সমান নয়। সম্প্রতি ফোর্বস একটি তালিকা প্রকাশ করেছে এবং সেই তালিকা থেকেই জানা যাচ্ছে কোন দেশের মুদ্রা কত শক্তিশালী। ওই তালিকা থেকেই জানা যাচ্ছে আমেরিকার মুদ্রা কত নম্বর স্থানে রয়েছে, প্রথম স্থানে রয়েছে কোন দেশের মুদ্রা এবং ভারতের মুদ্রা কত নম্বরে জায়গা পেয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার তালিকায় প্রথমেই জায়গা পেয়েছে কুয়েতের মুদ্রা। কুয়েতের মুদ্রাকে বলা হয় কুয়েতি দিনার। কুয়েতি দিনার এতটাই শক্তিশালী যে তাদের এক কুয়েতি দিনার সমান ভারতীয় মুদ্রা প্রায় ২৭০ টাকা।
আরও পড়ুন ? Indian Currency: এই ৮ দেশে ভারতের টাকা US ডলারের মত শক্তিশালী, ঘুরতে খরচ হয় মাত্র ৩০-৪০ হাজার
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাহারিনের বাহরাইনি দিনার। মুদ্রার শক্তির নিরিখে দ্বিতীয় তালিকায় থাকা এক বাহারাইনি দিনার সমান ভারতীয় মুদ্রায় তা প্রায় ২২০ টাকা। এই দেশের মুদ্রায় এক বাহারাইনি দিনার সমান ২.৬৫ মার্কিন ডলার।
মুদ্রার শক্তির নিরিখে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওমানের রিয়াল। এক ওমান রিয়াল সমান ভারতীয় মুদ্রায় প্রায় ১১৭ টাকা এবং মার্কিন ডলার অনুযায়ী তা ২.৬০ মার্কিন ডলার।
অন্যদিকে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জর্ডোনিয়ার দিনার, পঞ্চম স্থানে রয়েছে জিব্রাল্টার পাউন্ড। ষষ্ঠ স্থানে রয়েছে ব্রিটিশ পাউন্ড। সপ্তম স্থানে রয়েছে কেইম্যান আইল্যান্ড ডলার। অষ্টম স্থানে রয়েছে সুইস ফ্রাঙ্ক। নবম স্থানে রয়েছে ইউরো। তালিকায় দশম স্থানে জায়গা পেয়েছে মার্কিন ডলার। অন্যদিকে এই তালিকায় ভারতীয় মুদ্রা (Indian Rupee Power) জায়গা পেয়েছে ১৫ নম্বর স্থানে।