Lok Sabha Opinion Poll WB: দেব নাকি হিরণ, তাপস নাকি সুদীপ! রাজ্যের এই ৫ কেন্দ্রে কে হবে জয়ী!

নিজস্ব প্রতিবেদন : লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। চারদিকে শুরু হয়েছে জোর প্রচার। কোন রাজনৈতিক দলই তার প্রতিপক্ষকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। এই প্রতিদ্বন্দ্বিতায় কে জয়লাভ করবে, কে পরাজিত হবে তার চূড়ান্ত ফলাফল মিলবে আগামী ৪ জুন অর্থাৎ ফলাফল ঘোষণার দিন। তবে তার আগে বিভিন্ন সংস্থা সাধারণ মানুষদের থেকে মতামত নিয়ে একটি জনমত সমীক্ষা (Lok Sabha Opinion Poll WB) পেশ করছে।

সেই সকল জনমত সমীক্ষার মধ্যে এবিপি-সি ভোটার শুক্রবার রাজ্যের পাঁচ কেন্দ্রের জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করল। তাদের তরফ থেকে যে পাঁচ কেন্দ্রে জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে সেই সকল কেন্দ্রের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অভিনেতা হিরণ এবং দেব, অন্যদিকে রয়েছেন পোড়খাওয়া রাজনীতিক তাপস রায় এবং সুদীপ বন্দোপাধ্যায়।

সম্প্রতি এবিপি ও সি ভোটার যে জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে, তাতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বিজেপি জয়লাভ করবে বলেই মনে করা হচ্ছে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোজ টিগ্গা। এই কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন বিজেপির জন বার্লা। তবে এই বছর তাকে টিকিট না দিয়ে বিজেপি মনোজ টিগ্গাকে টিকিট দিয়েছে। জয় সাংসদকে পরিবর্তন করলেও কেন্দ্র বিজেপির হাতছাড়া হবে না বলেই মনে করা হচ্ছে জনমত সমীক্ষায়।

এবারের লোকসভা নির্বাচনে যে সকল কেন্দ্রগুলি সবচেয়ে চর্চায় রয়েছে তার মধ্যে অন্যতম একটি কেন্দ্র হল উত্তর কলকাতা। যেখানে মূল লড়াই সদ্য তৃণমূল ত্যাগ করে আসা তাপস রায়ের সঙ্গে বিদায়ী সাংসদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। উত্তর কলকাতা কেন্দ্র নিয়ে বিজেপি এবং তাপস রায় অত্যন্ত প্রত্যাশায় থাকলেও এই কেন্দ্র কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়েরই থাকবে বলেই জনমত সমীক্ষায় মনে করা হচ্ছে।

এখন যদি অন্যতম একটি আলোচনার লোকসভা কেন্দ্র ঘাটালের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে সেখানে মূল লড়াই হল দুই অভিনেতা হিরণ ও দেবের মধ্যে। এই কেন্দ্রে দুই অভিনেতা জয়ের জন্য ঝাঁপিয়ে পড়লেও ফের দেব জয়লাভ করতে পারে বলেই জনমত সমীক্ষায় দাবি করা হচ্ছে।

আরও পড়ুন 👉 Opinion Poll Lok Sabha WB: চাপে সুকান্ত থেকে পাঠান! ৪২ লোকসভার অধিকাংশ কেন্দ্রে কে জিতবেন, কে হারবেন

এবার যদি জয়নগর লোকসভা কেন্দ্রের দিকে তাকানো যায় তাহলে ওই কেন্দ্রে ১% সুয়িং ভোট যেকোনো সময় ভোটের ফলাফল বদলে দিতে পারে। যদিও এই কেন্দ্রে জনমত সমীক্ষা তৃণমূলের প্রার্থী প্রতিমা মন্ডলকে এগিয়ে রাখছে।

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেও ১ শতাংশ সুইং ভোট যে কোন সময় ভোটের ফলাফল বদলে দিতে পারে। তবে জনমত সমীক্ষা এগিয়ে রাখছে বিজেপির প্রনত টুডুকে। মালদা দক্ষিণ কেন্দ্রীয় ৩ শতাংশ সুইং ভোট বদলে দিতে পারে ভোটের ফলাফল। যদিও এই কেন্দ্রে জোট প্রার্থী ঈশা খান চৌধুরীকে এগিয়ে রাখছে সমীক্ষা।