একেবারে ছেলে ইউভানের মতোই! মেয়ের কি নাম রাখলেন রাজ-শুভশ্রী!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২০ সালে যখন ভরা লকডাউন চলছে ঠিক সেই সময় রাজ ও শুভশ্রীর (Raj Subhashree) কোলে এসেছিল প্রথম সন্তান। তাদের সেই প্রথম সন্তান প্রথম থেকেই বিশাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হতে শুরু করে। রাজ-শুভশ্রী তাদের প্রথম সন্তানের নাম রেখেছিলেন ইউভান। এই ইউভান নামটির সঙ্গে রয়েছে ঠাকুরের নামের সম্পর্ক। ঠিক একইভাবে যখন রাজ-শুভশ্রীর কোলে দ্বিতীয় সন্তান এলো ঠিক তখনও ছেলে ইউভানের নামের সঙ্গে একাধিক সামঞ্জস্য রেখে দ্বিতীয় সন্তানের নামও রাখলেন তারা।

Advertisements

রাজ-শুভশ্রীর কোলে দ্বিতীয় সন্তান আসতে চলেছে তা চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রথম সামনে আসে। আচমকা দ্বিতীয় সন্তান নিয়ে খবর ছড়িয়ে পড়ার পর চারদিকে নানান প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই মনে করছিলেন হয়তো কোনরকম পরিকল্পনা ছাড়াই তাদের কোলে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। তবে সাধারণ মানুষদের সেই ধারণাকে বদলে দেন রাজ। রাজ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুরো বিষয়টি পরিষ্কার করেন।

Advertisements

ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, পুরোপুরিভাবেই পরিকল্পনা করে তারা দ্বিতীয় সন্তান নিতে চলেছেন। তাদের পরিকল্পনা ছিল যখন ইউভানের বয়স তিন বছর হবে তখনই তারা দ্বিতীয় সন্তান নেবেন। সেই পরিকল্পনা অনুযায়ী তারা পথ এগিয়েছেন। রাজ চক্রবর্তীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়ে যায় যে তিনি এবং শুভশ্রী দুজনে পরিকল্পনা করেই পথ চলেছেন।

Advertisements

রাজ ও শুভশ্রীর কোলে দ্বিতীয় সন্তান আসছে এই খবর ছড়িয়ে পড়ার পর অনুরাগের মধ্যে কৌতূহলের শেষ ছিল না, কবে তাদের কোলে দ্বিতীয় সন্তান আসবে তা নিয়ে। অবশেষে সমস্ত কৌতুহল জল্পনার শেষ হয় বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালেই শুভশ্রীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর বেলা করাতেই জানা যায় লক্ষ্মীবারে তাদের কোলে এসেছেন লক্ষ্মী। এই খবর ছড়িয়ে পড়তেই চারদিকে শুধু রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তানকে নিয়েই চলতে থাকে আলোচনা।

এসবের মধ্যেই আবার কৌতুহল বাড়তে শুরু করে, তাদের দ্বিতীয় সন্তানের নাম কি রাখা হচ্ছে? দ্বিতীয় সন্তানের জন্মের কয়েক ঘন্টার মধ্যেই রাজ-শুভশ্রী জানিয়ে দেন তাদের ঘরের লক্ষ্মীর নাম কি হবে। ছেলের নাম ইউভানের সঙ্গে সামঞ্জস্য রেখেই মেয়ের নামেও ‘ই’ দিয়ে রাখা হয় ইয়ালিনী (Yaalini Chakraborty)। ছেলের নাম অর্থাৎ ইউভান নামের সঙ্গে যেমন ঈশ্বরের নামের যোগ রয়েছে ঠিক সেই রকমই মেয়ের নামের ক্ষেত্রেও রয়েছে ঈশ্বর যোগ। ইউভান হলো মহাদেবের অপর নাম আর ইয়ালিনী হল দেবী সরস্বতীর অপর নাম। এছাড়াও এর আরও একটি অর্থ রয়েছে সেটি হল সঙ্গীত সুর।

Advertisements