Dirtiest Hill Station: দেশের নোংরা ৬টি হিল স্টেশন! ঘুরতে গিয়ে মজার বদলে হারাতে পারে মেজাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Top most five dirtiest hill station in India: হিল স্টেশন মানেই গ্রীষ্মের দাবদাহ থেকে একটু মুক্তির পথ। উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় শৈল শহর হল সিমলা। এদেশের রাজধানী দিল্লি এবং পাশাপাশি অঞ্চলের বাসিন্দারা সপ্তাহান্তে সিমলা ভ্রমণ ভালোভাবেই উপভোগ করেন। সম্প্রতি সিমলায় পর্যটকদের ভিড় ক্রমশই বাড়ছে। সেই কারণে এই শহরটির অপরিচ্ছন্নতাও বাড়ছে। রোজ হাজার হাজার পর্যটক সিমলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যান। একমাত্র সচেতনতার অভাবে অপূর্ব সুন্দর এই শৈল শহরটি দিন দিন আবর্জনার স্তূপে (Dirtiest Hill Station) পরিণত হচ্ছে। এর সাথে রয়েছে মধ্যপ্রদেশের পাঁচমারির নাম। সত্যি এক অপূর্ব সুন্দর শৈল শহর, যা কিনা পরিণত হচ্ছে অপরিচ্ছন্ন জায়গায়। বছরের বেশিরভাগ সময় পর্যটকের ভিড় লেগে থাকে এখানে। এমনকি পর্যটকরাই স্থানটির পরিচ্ছন্নতার দাবি করেন। তবে পাঁচমারির প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ অভিনব যে অপরিচ্ছন্নতা সত্ত্বেও এখানে পর্যটকদের আসা কম হয় না।

Advertisements

শেষমেশ অপরিচ্ছন্নতার হাত থেকে মুক্ত হতে পারেনি বাঙালির প্রিয় শহর দার্জিলিং-ও। পশ্চিমবঙ্গের এই হিল স্টেশন যত দিন যাচ্ছে ততই আবর্জনায় ভরে যাচ্ছে। সাধারণত গরম পড়লে দার্জিলিঙে পর্যটক আনাগোনা বৃদ্ধি পায়। তাছাড়া প্রায় সারা বছরই এখানে পর্যটকরা ভিড় জমান। আর পর্যটকদের অসচেতনতার কারণেই এখানে সবচেয়ে বেশি ময়লা হয়। এটিও একটি অপরিচ্ছন্ন হিল স্টেশন (Dirtiest Hill Station)।

Advertisements

ভারতের রাজধানী দিল্লি থেকে ঋষিকেশ কিন্তু মাত্র ৪ থেকে ৫ ঘণ্টার দূরত্বে অবস্থিত। এখানকার সৌন্দর্যের টানে শীত হোক বা গরম, সপ্তাহান্তে মানুষ এখানে আসেন। এই স্থানটির জনপ্রিয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি কি জানেন যে রিভার রাফটিং এর জন্য ঋষিকেশ সারা দেশে বিখ্যাত? ফলে বিভিন্ন জায়গার অ্যাডভেঞ্চারপ্রেমীরা এখানে ভিড় জমান। লোকসংখ্যা যত বাড়বে ততই যে এলাকার পরিবেশ অপরিচ্ছন্ন (Dirtiest Hill Station) হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisements

আমাদের দেশের অন্যতম জনপ্রিয় শৈল শহরের মধ্যে প্রথমেই নাম আসে হিমাচল প্রদেশের কথা। হিমাচলে আছে বহু হিল স্টেশন, তার মধ্যে অন্যতম জনপ্রিয় শৈল শহর হল ম্যাক্লিওডগঞ্জ। আগে এই স্থানটি পর্যটকদের কাছে সেভাবে পরিচিত ছিল না। কিন্তু বর্তমানে এই শৈল শহর দারুণ জনপ্রিয়। আর এলাকায় পর্যটকের সংখ্যা বাড়ার সাথে সাথেই বাড়ছে এখানকার অপরিচ্ছন্নতা। গ্রীষ্মকালে এখানে আসেন হাজার হাজার পর্যটক। তাই এই স্থানটি দিন দিন নোংরা হয়ে চলেছে। বেড়াতে যাওয়ার আগে পর্যটকদের কাছে অনুরোধ করা হয় যাতে এলাকাটি তাঁরা অপরিচ্ছন্ন করে না তোলেন।

পর্যটকরা পৌঁছাতে পারেন না এমন কোনো জায়গা নেই। আগে কাসৌল ছিল একটি পরিচ্ছন্ন এবং অফবিট পর্যটনকেন্দ্র। এটি প্রধানত হিপি সম্প্রদায়ের পর্যটকদের ঘোরার জায়গা ছিল। আস্তে আস্তে বাড়তে থাকে সাধারণ পর্যটকরা। সেই সময়ের পর থেকেই এই স্থানের হাল বেহাল হয়ে পড়ে। আগে এখানে শুধু তরুণদের ভিড় থাকত, সেখানে বর্তমানে এখানে ভিড় জমান আট থেকে আশি। ভিড় বাড়ার কারণে স্থানটি আর আগের মতো নেই। অপরিচ্ছন্নতাও (Dirtiest Hill Station) দিন দিন বাড়ছে কাসৌলে।

Advertisements